বিতর্কিত মন্তব্যের জন্য মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন লিপু

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণার পর বিতর্কিত একটি মন্তব্য করেছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেছিলেন, 'পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের (হোসেন সৈকত) কোনো সুযোগ নেই।' অনেক আলোচনা-সমালোচনার পর প্রধান নির্বাচক জানালেন, সেই মন্তব্যের জন্য তিনি ইতোমধ্যে মোসাদ্দেকের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন লিপু। সেখানে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।

লিপু বলেছেন, সেদিন সংবাদ সম্মেলনে শব্দ ব্যবহারে ভুল করে ফেলেছিলেন তিনি, 'আমি আসলে একটা প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নেই। কিন্তু সেই রাতে প্রস্তুতি ম্যাচ দেখতে চট্টগ্রামে যাওয়ার পর ওখানে মনে হলো, আমি তিনটা শব্দ ভুল করেছি। বলা উচিত ছিল, যতক্ষণ মিরাজ আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ অনেক কম। এই তিনটা শব্দচয়নে আমার ভুল হয়েছিল।'

বিষয়টি বুঝতে পেরে অলরাউন্ডার মোসাদ্দেকের সঙ্গে পরে কথা বলেছেন তিনি, 'আমি নিজেও উপলব্ধি করেছিলাম, আমি ঠিকভাবে বক্তব্যটি উপস্থাপন করতে পারিনি। দুদিন পরই মোসাদ্দেকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তাকে সরি বলেছি। তাকে বলেছি, আমি আসলে ওভাবে বোঝাতে চাইনি।'

শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। প্রধান নির্বাচকের দৃষ্টিতে, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই টাইগাররা পিছিয়ে ছিল। পাইপলাইনে যথেষ্ট খেলোয়াড়ের ঘাটতি নিয়ে তিনি বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো খেলোয়াড়ের সংকট আছে আমাদের। ৩০ জন খেলোয়াড়কে ঘিরেই আবর্তিত হচ্ছে সবকিছু। তবে আশা করি এ দল ও এইচপি থেকে খেলোয়াড় উঠে আসবে।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago