ছন্দে না থাকার কারণ খুঁজছেন লিটন

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে এবার শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে চলমান ছন্দহীনতা কাটিয়ে উঠার প্রত্যয়ও ঝরল তাঁর কণ্ঠে।

বাংলাদেশ দলের মতোই টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই অফফর্মে আছেন লিটন। টাইগাররা টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে হারের বৃত্তে আটকে আছে। আর লিটনের শেষ হাফসেঞ্চুরি এসেছিল প্রায় এক বছর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের এক ম্যাচে অপরাজিত ৫৪ রান। এরপর থেকে ১২ ইনিংসে তাঁর গড় মাত্র ১৮.১৬।

এই প্রসঙ্গে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'আমার জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। যেখানে খেলি, সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। সেটাই আমার কাজ। তবে কখনো কখনো ব্যর্থতা আসেই। আমার সাফল্যের হার খুব একটা ভালো যাচ্ছে না। এটা জীবনেরই অংশ।'

'অনেক সময় দেখা যায়, কোনো একজন খেলোয়াড় এক বছরে দুর্দান্ত খেলে, পরের বছরই ছন্দ হারিয়ে ফেলে। কেন এমন হয়, তা বোঝাটা জরুরি। আমি চেষ্টা করছি সেটা খুঁজে বের করতে এবং সেই অবস্থা থেকে বের হয়ে আসতে,' যোগ করেন লিটন।

একদিনের ক্রিকেটে টানা আট ইনিংসে এক অঙ্কের ঘরে থেমেছেন লিটন, যার মধ্যে চারটিতে 'ডাক'। এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে বাদ পড়েছিলেন তিনি। তবে সেই সময়টাকেই তিনি কাজে লাগিয়েছেন টি-টোয়েন্টির প্রস্তুতিতে।

'আমি ওয়ানডে সিরিজে ভালো খেলিনি, তাই আমাকে একাদশ থেকে বাদ দেয়া হয়েছিল। সেই সময়টাতে (তৃতীয় ওয়ানডের দিন) আমি টি-টোয়েন্টির জন্য অনুশীলন করেছি। আশা করছি, এই সিরিজে সেই প্রস্তুতির সুফল কাজে লাগাতে পারবো,' বলেন লিটন।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago