‘৩০ রানের নিচে অলআউট হওয়া খুবই বিব্রতকর’

Mitchell Starc

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা তাদের সবটা নিংড়ে দিলেন, বারবার এনে দিলেন সুযোগ। কিন্তু ব্যাটাররা প্রতিবারই হলেন ব্যর্থ। শেষটায় নিজেদের ইতিহাসের সর্বনিম্ন মাত্র ২৭ রানে গুটিয়ে ব্যাটাররা আর দলের মানটুকুও রাখেননি। অধিনায়ক রোস্টন চেজ বলছেন এটা তার দলের জন্য চরম বিব্রতকর পরিস্থিতি। 

স্যাবাইনা পার্কে ক্যারিবিয়ানদের জন্য সোমবার ছিলো চরম দুর্দশার। ২০৪ রানের লক্ষ্যে নেমে তৃতীয় টেস্টে ২৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টেস্ট ইতিহাসে এরচেয়ে কম রানে অলআউট হয়েছিলো আর একটাই দল, ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ডের বিপক্ষে।

অল্পের জন্য ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে না গেলেও ৭০ বছরের মধ্যে টেস্টে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডে নাম লেখালো এক সময়ের প্রভাবশালী ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে অধিনায়ক চেজ শুরুতেই বললেন,  'অবশ্যই ৩০ রানের কমে অলআউট হওয়াটা খুবই বিব্রতকর।'

অস্ট্রেলিয়ার মতন দলকে ১২১ রানে আটকে ২০৪ রানের নাগালে থাকা লক্ষ্য এনে দিয়েছিলেন বোলাররা। তাদের সব অর্জন ব্যাটাররা মাটি করে দেয়া মেনে নিতে পারছেন না চেজ, 'খেলা জেতার মতো অবস্থানে এসে এমন বাজে ব্যাটিং প্রদর্শন করাটা হৃদয়বিদারক। পুরো সিরিজ জুড়েই এটা বারবার ঘটছে - যা এটিকে আরও হতাশাজনক করে তুলেছে।'

অজিদের সঙ্গে তিন টেস্টের সিরিজে কোন দলই পায়নি বড় পুঁজি। পেসাররা প্রতি টেস্টেই দেখান দাপট। বিশেষ করে মিচেল স্টার্ক ছিলেন দুর্ধর্ষ। ২৭ রানে অলআউট করতে ৯ রানে ৬ উইকেট নেন তিনি।

অথচ রান তাড়ার আগে জেতার ছকও আঁকছিলেন চেজ। সেটা মুহূর্তেই হয়ে যায় লণ্ডভণ্ড। তাদের ইনিংস টিকতে পারে স্রেফ ১৪.৩ ওভার, 'আমি ভেবেছিলাম এটা (লক্ষ্য) বাস্তবসম্মত ছিল। আমার মানে, উইকেটটা ভালো ছিল, এখনও ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। আমার মনে হয়নি উইকেটে খুব বেশি সমস্যা ছিল।'

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago