সাকিবদের হারিয়ে জিএসএলের ফাইনালে রংপুর

সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসের বিপক্ষে রোমাঞ্চকর ৮ রানের জয় পেয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আগের দুই ম্যাচ জেতা রংপুর টানা তিন জয়ে থাকল অপরাজিত, আর প্রথম ম্যাচ জিতে শুরু করেও টানা তৃতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো দুবাই।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ১২ বলে দুবাইয়ের দরকার ছিল ২৮ রান। স্পিনার কাইস আহমেদ তার স্বদেশী আজমতুল্লাহ ওমরজাইয়ের প্রথম চার বলে ১৮ রান (একটি ওয়াইডসহ) নিয়ে তার দলকে আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু শেষ হাসিটা ওমরজাইয়ের , পঞ্চম বলে কাইসকে আউট করেন তিনি।
দুবাইয়ের শেষ আশা ছিল ডমিনিক ড্রেক্সের ওপর, কিন্তু পরের ওভারে খালেদ আহমেদের বলে জাদরানের হাতে ধরা পড়েন তিনিও। রংপুর দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।
এর আগে, সৌম্য সরকার (২৮ বলে ৩৬), ইফতিখার আহমেদ (৪১ অপরাজিত) এবং নুরুল হাসান (৩৪ অপরাজিত) এর অবদানে ট্রিকি উইকেটে রংপুর ৫ উইকেটে ১৫৮ রান তোলে। ইফতিখার ও নুরুলের জুটি ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ ৫৪ রান যোগ করে।
চার ছক্কা মারার পর সৌম্য আউট হন সাকিবের বলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন।
দুবাইয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি, প্রথম দুই ওভারের মধ্যেই তারা দুটি উইকেট হারায়। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাট হাতে ফিফটি করা সাকিব এদিন করেন কেবল ৩ রান।
কাইসের শেষ মুহূর্তের বীরত্ব সত্ত্বেও, দুবাই জয় থেকে বঞ্চিত হয়, অন্যদিকে রংপুর এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে চলে যায়। এমনকি যদি তারা সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ হেরেও যায়, তাতে কিছু আসে যায় না। গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের সামনে এবারও শিরোপা ধরে রাখার সুযোগ।
এদিকে রংপুরের মতন ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হোবার্ট হ্যারিকেনসকে অনায়াসে হারিয়ে ফাইনালে উঠল তারা।
Comments