মাইলস্টোন ট্র্যাজেডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা 

1 Min silence
ছবি: ফিরোজ আহমেদ

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশ জুড়ে বিরাজ করছে শোক। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যার বেশিরভাগই শিশু। মর্মান্তিক ঘটনার ছাপ থাকল বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। 

মঙ্গলবার সন্ধ্যায় ম্যাচ শুরুর আগে জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে মর্মান্তিক দুর্ঘটনায় শোকবার্তা। খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, দর্শক ও গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

1 min silence
ছবি: ফিরোজ আহমেদ
1 min silence
ছবি: ফিরোজ আহমেদ

দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা কালো ব্যাজ পরিধান করে নেমেছেন এই ম্যাচে। এমনিতে টি-টোয়েন্টি ম্যাচে চার, ছক্কা ও উইকেট পতনে বেজে উঠে মিউজিক। তবে আবহের সঙ্গে বেমানান হবে বলে আগের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় স্টেডিয়ামে ম্যাচের পুরো সময়ে কোনো মিউজিক বাজানো হবে না, সামগ্রিক পরিবেশ থাকবে মর্মস্পর্শী ও নীরব শ্রদ্ধায় আচ্ছন্ন। এ ছাড়া, বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

1 min silence

শুধু ম্যাচের দিনেই নয়, বিসিবি নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করবে।
 

Comments

The Daily Star  | English

CA likely to announce election date within 4-5 days: Mostafa Jamal

The Jatiya Party (Kazi Zafar) chief made the remarks after a meeting between Yunus and 12 parties at the state guest house Jamuna

7h ago