মাইলস্টোনে নিহতদের জয় উৎসর্গ করল বাংলাদেশ দল

একটা কথা চালু আছে, 'যত যাইহোক, শো মাস্ট গোয়িং অন'। পেশাদারিত্বের জায়গা থেকে বেদনাবিদুর পরিস্থিতিতেও থাকতে হয় নিজের কাজের ভেতর। ঢাকার উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো দেশবাসীর মতন বাংলাদেশের ক্রিকেটারদেরও বুকের ভেতর জমে ছিলো প্রবল বিষাদ। শোকের আবহে খেলতে নেমে পাকিস্তানকে শেষ ওভারের উত্তেজনায় হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এই জয়ের পর মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতের স্মরণ করলেন ম্যাচ সেরা জাকের আলি অনিক। অধিনায়ক লিটন দাস জানিয়েছেন এই জয় তারা নিহতদের স্মরণে উৎসর্গ করছেন। 

সোমবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে নেমে আসে নারকীয় পরিস্থিতি। এখনো পর্যন্ত এই ঘটনায় ৩১ জন নিহত হওয়ার খবর দিয়েছে আইএসপিআর। যার মধ্যে বেশিরভাগই শিশু। এই শিশু ও কিশোরদের অনেকেই হয়ত বাংলাদেশ দলের ভক্ত। হয়ত রোববার তারা প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ও দেখেছেন আনন্দ ভরে।

এসব কথা ভেবে ক্রিকেটারদের বিষণ্ণ হওয়া স্বাভাবিক। পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রান করে ৮ রানে জেতে বাংলাদেশ। যাতে ৪৮ বলে ৫৫ রান করে ম্যাচ সেরা হন জাকের।

পরে সংবাদ সম্মেলনে এসে এই ব্যাটার জানান মাইলস্টোনের ঘটনা তাড়িত করেছিলো তাদের, বেশ কঠিন পরিস্থিতিতে খেলতে নেমেছিলেন তারা, 'আসলে জিনিসটা (এমন পরিস্থিতিতে খেলতে নামা) কঠিন ছিল। গতকালটা খুবই বুক ভারী হয়েই কাটাতে হয়েছে আসলে। এরকম মনমান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য না। সবার জন্য দোয়া করেছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে দল হিসেবে কঠিন ছিল (খেলা), সবারই মন খারাপ ছিল। কিন্তু যেটা আপনি বললেন যে আমরা পেশাদার, মাঠে নামতে হবে। আমরা সবকিছু বলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি।'

আজ খেলার আগে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুরো ম্যাচে বন্ধ রাখা হয় মিউজিক। ম্যাচ জিতে অধিনায়ক লিটন দাস জানান এই জয় তারা নিহতদের উৎসর্গ করছেন, 'আমি এই সিরিজ জয়টি সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করতে চাই।' 

Comments

The Daily Star  | English
Milestone Jet crash

Milestone crash: Brother dies a day after sister

Death toll now 32; Aryan Nasraf Nafi, 9, died at 12:15am; Eldest sister, Nazia Tabassum Lizu, 13, died Monday

3h ago