হার দিয়ে বিদায় নিলেন আন্দ্রে রাসেল

Andre Russell

টি-টোয়েন্টি সংস্করণে ইতিহাসের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটারদের একজন আন্দ্রে রাসেল। ছক্কা পেটানোকে অতি সহজ ব্যাপার বানিয়ে বিনোদন দিয়েছেন দর্শকদের। যদিও ওয়েস্ট ইন্ডিজ দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মন বেশি ছিলো তার। ৩৭ পেরুনো অলরাউন্ডারকে এবার আনুষ্ঠানিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে দেখা গেল। বিদায় বেলায় যদিও তার সঙ্গী হলো হার।

জ্যামাইকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের কাছে হেরেছে ৮ উইকেটে। আগে ব্যাট করতে নেমে ১৭২ রান তুলে স্বাগতিকরা, ২৮ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় ক্যারিবিয়ান দল। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ৪ ছক্কায় ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন রাসেল। বল করেন কেবল ১ ওভার।

Andre Russell

ম্যাচ শুরুর আগে রাসেলকে বিদায় জানানোর আয়োজন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। নিজ দেশে শেষ ম্যাচ খেলতে চাওয়া রাসেলকে বিদায় দিতে উপস্থিত ছিলেন জ্যামাইকার ক্রীড়া মন্ত্রী আলিভিয়া গ্রেঞ্জ। বিদায়ী সংবর্ধনায় দুই দলের খেলোয়াড়দের 'গার্ড অব অনার' পান রাসেল।

তিন সংস্করণের মধ্যে টি-টোয়েন্টিই খেলে যাচ্ছিলেন তিনি। ক্যারিয়ারে টেস্ট খেলেছেন কেবল একটি, ওয়ানডেতে ছিলেন ৫৬ ম্যাচে। যাতে ২৭.২১ গড় আর ১৩০.২২ স্ট্রাইকরেটে করেন ১০৩৪ রান। পাশাপাশি আছে ৭০ উইকেট। টি-টোয়েন্টিতেই তার রেকর্ড দারুণ। লোয়ার অর্ডারে খেলে ৮৫ ম্যাচে ১০৮৬ রান করেছেন ১৬২ স্ট্রাইকরেটে, বোলিংয়ে আছে ৬১ উইকেট।

যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় আন্তর্জাতিক রেকর্ড তার বেশ মলিন দেখাবে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৬২ ম্যাচ খেলা রাসেল ১৬৮ স্ট্রাইকরেটে ৯২৩৪ রান করেছেন, উইকেট নিয়েছেন ৪৮৫টি। আরও কিছু বছর হয়ত তাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে। 

Comments

The Daily Star  | English

Yunus joins stakeholders’ dialogue on Rohingya crisis in Cox’s Bazar

The three-day conference began with the aim of engaging global stakeholders to find solutions to the prolonged Rohingya crisis

1h ago