জাতীয় দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত আর নেই

Mir Belayet Hossain

বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মীর বেলায়েত হোসেন (৭০) বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে মারা গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বেলায়েত ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯৭৯ সালের আইসিসি ট্রফির স্কোয়াডের সদস্য ছিলেন। আশির দশকে ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত নাম। বিশেষ করে ডাকাবুকো ব্যাটিং স্টাইলের কারণে খ্যাতিমান ছিলেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনী, কলাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়াও, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও তিনি ক্রিকেটে তার অবদান চালিয়ে গেছেন। ৭৯টি প্রথম-শ্রেণির, ৮১টি লিস্ট 'এ' এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বেলায়েত। বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago