ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের কথা ভাবেনি অস্ট্রেলিয়া

তিন টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজেও ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ৮-০ ব্যবধান নিয়ে দেশে ফিরছে অজিরা। টেস্টে এমন ফল প্রত্যাশিত হলেও টি-টোয়েন্টি এত একপেশে হবে ভাবেনি এমনকি অস্ট্রেলিয়াও। অধিনায়ক মিচেল মার্শ জানালেন প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন তারা।
সোমবার সেন্ট কিটসে বেন বেন ডোয়ারসুইসের বোলিংয়ের সুবাদে তিন উইকেটের জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া কুড়ি ওভারের সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ তে হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে।
শেষ ম্যাচে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ করতে পারে ১৭০ রান। ডোয়ারসুইস নেন ৪১ রানে ৩ উইকেট। রানে ভরা উইকেটে ওই পুঁজি ১৮ বল আগেই টপকে জিতে যায় অস্ট্রেলিয়া। মিচেল ওয়েন অস্ট্রেলিয়ার হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন।
এতে প্রথমবার ক্যারিবিয়ানদের তাদের মাঠে ধবলধোলাই করে ছাড়ল অজিরা। দারুণ সাফল্যের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেন তাদের ভাবনার চেয়ে প্রাপ্তি বেশি, 'সিরিজের শুরুতে আমি ৫-০ আশা করিনি। তবে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। চতুর্থ ম্যাচের পর আমরা এই বিষয়ে (হোয়াইটওয়াশের বিষয়) কথা বলেছিলাম।'
'আমরা জানতাম যে কোনো অস্ট্রেলিয়ান দল এর আগে তাদের হোয়াইটওয়াশ করতে পারেনি। আমাদের দলে খেলোয়াড়রা এখানে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছে।'
'আমরা সফরের আগে একটি দল হিসেবে ফ্লেক্সিবিলিটি এবং সাবলীলতা নিয়ে কথা বলেছিলাম। টি-টোয়েন্টি যেভাবে চলছে, দলগুলো এখন এগিয়ে চলেছে এবং এটি উত্তেজনাপূর্ণ এবং আশা করি আমরা আমাদের শক্তিশালী ব্যাটিং চালিয়ে যেতে পারব।'
ওয়েস্ট ইন্ডিজকে কুড়ি ওভারের ক্রিকেটে এখনো যথেষ্ট সমীহ জাগানিয়া শক্তি বলা হয়। কিন্তু ঘরের মাঠেও সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স নাজুক।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য তৈরি হবে অস্ট্রেলিয়া। আর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলার জন্য প্রস্তুত হবে ক্যারিবিয়ান দল।
Comments