হেডের অবনতিতে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার এখন অভিষেক

Abhishek Sharma

ইংল্যান্ডের বিপক্ষে এখন টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রায় তিন মাস ধরে টি-টোয়েন্টি খেলছে না তারা। তবে না খেলেই শীর্ষে উঠে গেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। কারণ শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেডের অবনতি হয়েছে। অভিষেক তৃতীয় কোন ভারতীয় ব্যাটার যিনি কুড়ি ওভারের সংস্করণে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন।

বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যায় এই বদল। এদিকে রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের ছাপিয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়া ইংল্যান্ডের জো রুট থাকার শীর্ষ অবস্থান আরও পাকা করেছেন।

ওল্ড ট্রাফোর্ডে ১৫০ রানের ইনিংসের পর রুট টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট বাড়িয়েছেন। রুটের রেটিং পয়েন্ট এখন ৯০৪।  তার সতীর্থ বেন ডাকেটও উন্নতি করেছেন। ম্যানচেস্টারে ৯৪ রানের ইনিংসের পর পাঁচ ধাপ এগিয়ে ১০ম স্থানে ফিরে এসেছেন। ভারতের উইকেটরক্ষক রিশভ পন্তও শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন, চোট নিয়েও ম্যানচেস্টারে তার অর্ধশতকের সুবাদে তিনি এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, সতীর্থ যশস্বী জয়সওয়াল তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন।

ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত শতকের জন্য ব্যাটিং চার্টে নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন এবং পাঁচ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৯তম। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আট ধাপ উন্নতি করে একই তালিকায় ৩৪তম স্থানে উঠে এসেছেন।

স্টোকস টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন, সেখানে আগের মতই শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

টেস্ট বোলারদের তালিকার শীর্ষ ১০ অপরিবর্তিত রয়েছে। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ এক নম্বর টেস্ট বোলার হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অভিষেক শর্মা চূড়ায়

বিস্ফোরক ব্যাটার অভিষেক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের পর তৃতীয় ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে এখন এক নম্বর ব্যাটার। তার রেটিং পয়েন্ট আগের মতই ৮২৯। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ না খেলায় অস্ট্রেলিয়য়ার ট্রেভিস হেড ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে নেমে গেছেন দুইয়ে।

Comments

The Daily Star  | English

Political clashes, mob attacks leave 25 dead in July 2025: MSF

The report, based on news from 18 media outlets and verified by rights activists, also noted an alarming rise in mob attacks, recording 51 incidents last month

50m ago