ওভাল টেস্ট

শেষ পর্যন্ত বুমরাহকে না নিয়েই নামল ভারত

Jasprit Bumrah

ঘাসে ভরা উইকেট বলে জাসপ্রিত বুমরাহকে ওভালে শেষ টেস্টে খেলানোর সম্ভাবনার আভাস দিয়েছিলেন শুবমান গিল। তবে শেষ পর্যন্ত দলের প্রধান পেসারকে সিরিজ নির্ধারনী টেস্টে বিশ্রামে রাখল ভারত।

ওভালে বৃহস্পতিবার বৃষ্টির কারণে দেরিতে হওয়া টসে জিতে আগে বোলিং বেচে নিয়েছে ইংল্যান্ড। মেঘলা আকাশের নিচে ঘাসের উইকেটে ভারত একাদশে একজন বোলার কমিয়ে বাড়িয়েছে ব্যাটার।

সর্বশেষ টেস্ট থেকে একাদশে এসেছে তিন বদল। চোটে ছিটকে যাওয়ায় রিশভ পান্তের জায়গায় অনুমিতভাবে কিপার ব্যাটার হিসেবে এসেছেন ধ্রুব জুরেল। পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে বসিয়ে ব্যাটার করুন নায়ারকে খেলাচ্ছে তারা।

বুমরাহকে বিশ্রামে দেওয়ায় একাদশে ফিরিয়েছে প্রসিদ কৃষ্ণকে। এর আগে সিরিজে দুই টেস্ট খেলে ভালো করতে পারেননি প্রসিদ। সেদিকে তার একাদশে ফেরা বেশ চমকের।

আগের টেস্ট অভিষেক হওয়া আনসোল কাম্বোজকে ছিলেন একদম বিবর্ণ। আকাশ দীপ ফিট হয়ে উঠলেও এই টেস্টে কাম্বোজকে সুযোগ দিয়েছে ভারত।

টেন্ডুলকার-অ্যান্ডারসন সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ ড্র করতে তাই তাদের জিততেই হবে।

আগের দিনই একাদশ ঘোষণা করেছিলো ইংল্যান্ড। চোটের কারণে তারা অধিনায়ক বেন স্টোকসকে পাচ্ছে না। তাই স্বাগতিকদের নেতৃত্বে আছেন ওলি পোপ। 

ভারত একাদশ: যশভি জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুবমান গিল, করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, আনসোল কাম্বোজ, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টং।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

US tariff announcement opens new window for Bangladesh garment exports

Under the new policy, Bangladesh will face a 20 percent tariff

57m ago