ওভালে জিতে সিরিজ সমতায় শেষ করতে আত্মবিশ্বাসী জয়সওয়াল

Yashasvi Jaiswal

তৃতীয় দিন শেষে ওভাল টেস্ট যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে আভাস মিলছে রোমাঞ্চকর সমাপ্তির। ম্যাচ জিততে ইংল্যান্ডকে পাড়ি দিতে হবে এখন অনেক পথ, সেই পথে ছোটার মতন ব্যাটার যদিও তাদের আছে। দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরিতে ভারতকে শক্ত অবস্থানে নেওয়ার কারিগর তরুণ যশভি জয়সওয়াল মনে করেন, ইংল্যান্ডের লড়াইয়ের ভিত ভেঙে জয় আসবে তাদেরই।

রেকর্ড ৩৭৪ রান তাড়ায় নেমে দিনের একদম শেষ বলে মোহাম্মদ সিরাজের আঘাতে ৫০ রানে ভেঙেছে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। জয়ের জন্য আরও ৩২৪ রান চাই ইংল্যান্ডের, ভারতের দরকার ৯ উইকেট। আসলে এখানে ৮ উইকেট বলাই ভালো, কারণ কাঁধের চোটে ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না।

ভারত এই টেস্ট জিততে পারলে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। রোহিত শর্মা, বিরাট কোহলির অবসরের পর ইংল্যান্ডে গিয়ে সিরিজ ড্র করে ফিরতে পারাটাই শুবমান গিলদের জন্য বড় অর্জন। 

এই টেস্টের প্রথম ইনিংসে দাপট দেখান দুই দলের পেসাররা। ভারতের ২২৪ রানের জবাবে ২৪৭ রানে থামে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে চিত্রপট বদলে দেন ভারতীয় ব্যাটাররা, বিশেষ করে জয়সওয়াল। শনিবার এই ওপেনার ১১৮ রানের এক দারুণ ইনিংস খেলেন, যার ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে ড্র এড়াতে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৪ রানের লক্ষ্য দাঁড়ায়।

নির্ধারণী টেস্টের তৃতীয় দিনে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯৬ রানে অলআউট হয়। ওভালে চতুর্থ ইনিংসে এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রান।

ম্যাচের এখন যেমন পরিস্থিতি তাতে জয়সওয়াল নিশ্চিত যে ভারত ম্যাচটি জিতেই শেষ করতে পারবে, 'অবশ্যই আমরা বেশ আত্মবিশ্বাসী। আমাদের কেবল আমাদের প্রক্রিয়াতে মনোযোগ দিতে হবে এবং ঠিক জায়গায় বোলিং চালিয়ে যেতে হবে।'

সিরিজের আগের টেস্টগুলোর তুলনায় ওভালের উইকেট পেসারদের বেশি সুবিধা দিচ্ছে। ৫০ ওভারের পরও মুভমেন্ট পেয়েছেন পেসাররা। জয়সওয়ালের মতে ব্যাটারদের জন্য এখানে কাজটা সহজ না, 'আমরা যদি লাইন ধরে বোলিং করি, তবে তা অসাধারণ হবে। উইকেটে সবসময়ই কিছু না কিছু মুভমেন্ট থাকে এবং এখানে ব্যাটিং করা সহজ নয়।'

জয়সওয়ালের এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি করলেন।  এর আগে হেডিংলিতে প্রথম টেস্টেও তিনি সেঞ্চুরি করেছিলেন। ইংল্যান্ড তার প্রিয় প্রতিপক্ষ। টেস্টে ছয় সেঞ্চুরির চারটাই তিনি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে। কঠিন পরিস্থিতিতে সবুজ উইকেটে ২৩ বছর বয়সী ব্যাটসম্যান ১৪টি চার এবং দুটি ছক্কা মেরে দেখান দাপট।

এই তরুণ জানান ইংল্যান্ডে কেমন উইকেটে খেলতে হবে তার একটা ধারণা ছিলো তার, 'ইংল্যান্ডে আপনি এমন উইকেটে খেলবেন বলেই আমি আশা করেছিলাম। আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং জানতাম কোন শটগুলো খেলব। আমি এটা বেশ উপভোগ করছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ।'

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago