শেষ বলের রোমাঞ্চে পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ জিততে শেষ বলে দরকার ছিলো ৩ রান। শাহীন শাহ আফ্রিদিকে চার মেরে ম্যাচ শেষ করে উল্লাসে মাতেন জেসন হোল্ডার। এর আগে বল হাতেও ৪ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হয়েছেন ম্যাচ সেরা।
শনিবার ফ্লোরিডায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে এনেছে ১-১ সমতা। ১৯ রানে ৪ উইকেট নেওয়ার পর ১০ বলে ১৬ রান করে নায়ক হোল্ডার।
জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিলো ৮ রান। প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর দ্বিতীয় বলে আউট হয়ে যান রোমারিও শেফার্ড। পরের তিন বলে আরও তিনটি সিঙ্গেল আসার পর শেষ বলে প্রথমে হয় ওয়াইড, বৈধ শেষ বল বাউন্ডারিতে পাঠান হোল্ডার।
১৩৪ রানের লক্ষ্যে ৯৮ রানের ৭ উইকেট হারিয়ে টানা সপ্তম টি-টোয়েন্টি হারের দ্বারপ্রান্তে ছিল। গত মাসে ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ব্যবধানে হেরেছিল। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে জয় এনে দেন হোল্ডার।
এর আগে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে। পাকিস্তানের হয়ে হাসান নওয়াজ চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ৪০ রান করেন, আর অধিনায়ক সালমান আগা একটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৩৮ রান যোগ করেন।
আগামী বৃহস্পতিবার একই মাঠে হবে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি।
Comments