সাবেকদের আসরে সেই পুরনো ভিলিয়ার্স, তিন সেঞ্চুরিতে হলেন সেরা

সাবেক ক্রিকেটারদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে এবিডি ভিলিয়ার্স যেন দেখালেন তিনি চাইলে এখনো আন্তর্জাতিক ক্রিকেটেও নেমে পড়তে পারেন তিনি। সেই আগ্রাসী ব্যাটিং, চার-ছক্কার ঝড়ে মাত করলেন প্রোটিয়া এই কিংবদন্তি। ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৬০ বলে ১২০ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন্সকে এনে দিয়েছেন শিরোপা।
শনিবার রাতে পাকিস্তান লেজেন্ডস শারজিল খানের ৭৬ বলে করে ৫ উইকেটে ১৯৫ রান। ১৯ বল আগে মাত্র ১ উইকেট হারিয়েই ওই রান পেরিয়ে জিতে যায় প্রোটিয়া সাবেকরা। ৪৭ বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরি করা ভিলিয়ার্স মারেন ১২ চার আর ৭ ছক্কা।
৪১ পেরুনো ভিলিয়ার্স আসরে খেলা বাকিদের চেয়ে যে ঢের এগিয়ে সেটা খেলাতে স্পষ্ট দেখা গেল। এই আসরে সবগুলো পুরস্কারই জিতে নিয়েছেন তিনি। ৩ সেঞ্চুরিতে করেন সর্বোচ্চ ৪৩১ রান। মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের সঙ্গে টুর্নামেন্ট সেরাও তিনি।
সাবেকদের আসর জিতে ২ লাখ মার্কিন ডলার পেয়েছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সরা। পাকিস্তান ফাইনালে উঠেছে ওয়াকওভার পেয়ে। ভারত চ্যাম্পিয়ন্স দল গ্রুপ পর্বের মতন সেমিফাইনালেও তাদের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানালে না খেলেই ফাইনালে উঠেন মোহাম্মদ হাফিজরা। ফাইনাল মঞ্চে অবশ্য তাদের খুঁজেই পাওয়া গেল না।
Comments