ফারহান-সাইমদের ঝলকে সিরিজ জিতল পাকিস্তান

দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব গড়লেন দারুণ জুটি, দুজনেই করলেন ফিফটি। তাদের ঝলকে দুইশো কাছে পুঁজি পেল পাকিস্তান। আলিক আথানজে, শেরফাইন রাদারফোর্ড ফিফটি করলেও রান তাড়ায় পেরে উঠল না ওয়েস্ট ইন্ডিজ।
ফ্লোরিডার লডারহিলে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ফারহান, যার ৫৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। সাইম খেলেন ৪৯ বলে ৬৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস, যেখানে ৪টি চার ও ২টি ছক্কা ছিল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার, রোস্টন চেজ এবং শামার জোসেফ প্রত্যেকে একটি করে উইকেট নেন।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই করেছিল, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় তারা ম্যাচ থেকে ছিটকে যায়। দলের পক্ষে আথানজে ৪০ বলে ৬০ রান করে সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তবে দলকে জেতাতে পারেননি। এই দুই ব্যাটারের প্রচেষ্টা শেষ পর্যন্ত যথেষ্ট ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে তাদের ইনিংস শেষ করে।
পাকিস্তানের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন বাঁহাতি রিষ্ট স্পিনার সুফিয়ান মুকিম, যিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ১টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া হাসান আলি, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ এবং সাইম আইয়ুব প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
Comments