টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে ট্রফি লক্ষ্য বাংলাদেশ এ দলের

অস্ট্রেলিয়ার ডারউইনে এই মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ ২০২৫। দ্বিতীয়বারের মতো এই আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল। ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। এই উইকেটকিপার–ব্যাটারের অধীনে দলটির মূল লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, ফাইনালে খেলা এবং শিরোপা জেতা।
প্রতিযোগিতায় অংশ নেবে শক্তিশালী কয়েকটি দল। যেখানে রয়েছে পাকিস্তান এ দল ও নেপাল জাতীয় দল। এছাড়াও রয়েছে বিগব্যাশের তিনটি শক্তিশালী দল -পার্থ স্কর্চার্স, মেলবোর্ন স্টার্স এবং এডিলেইড স্ট্রাইকার্স। এছাড়াও খেলবে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইক।
আসরটিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করছেন সোহান, 'অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান এ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে গিয়ে দলগুলোকে কাছ থেকে স্টাডি করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলই ভালো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।'
শুধু শেখার প্রক্রিয়ায় নয়, ট্রফির লক্ষ্যেই নামবেন বলে জানালেন এ দলের অধিনায়ক, 'আমার কাছে মনে হয় শেখার প্রসেস এটা আমি খুব একটা বিশ্বাস করি না। আমরা শিখতেই আছি। শিখবো, এটা পার্ট অব লাইফ। আমার কাছে মনে হয় মেইন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। এবং প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে— তাদের লক্ষ্য ট্রফি জেতার।'
'অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান এ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে যে দলগুলো আছে, যাওয়ার পর স্টাডি করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলগুলোই ভালো, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ,' যোগ করেন অধিনায়ক।

আগামী বছর টেস্ট সিরিজের আগে এই আসরকেও বড় সুযোগ হিসেবে দেখছেন সোহান, 'যেহেতু সামনের বছর টেস্ট আছে, এটা আমাদের জন্য ভালো সুযোগ যারা টেস্ট খেলবে। কিন্তু এখনকার জন্য টি–টোয়েন্টিটা নিয়েই চিন্তা করছি যেহেতু বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। চারদিনের টিমও এখনও যায় নাই। যারাই খেলবে, তাঁদের জন্য বড় সুযোগ।'
বাংলাদেশ এ দলের স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।
Comments