বিসিবি'র হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে ফিরছেন হেমিং!

Tony Hemming
বিসিবির কিউরেটর থাকাকালীন সিলেটে টনি হেমিং। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

কিছুটা অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। তবে তাকে আবার ফেরানো হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

বিসিবি'র ওই কর্মকর্তা বলেন, 'আলোচনা চলছে। আমরা এই বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ টনি এখনও অন্য একটি বোর্ডের সাথে চুক্তিবদ্ধ।'

হেমিং ঠিক কী পদে ফিরছেন, জানতে চাইলে তিনি জানান, 'টনি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন, যার অর্থ হলো দেশের অন্য সব কিউরেটর তাকে রিপোর্ট করবেন।'

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে , হেমিং শুক্রবার ঢাকায় আসছেন। তবে বিসিবির সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। বোর্ড কর্তা জানান, 'টনি ফিরছেন ঠিকই, তবে শুক্রবার তার আসার যে খবর শোনা যাচ্ছে বোর্ড এই মুহূর্তে তা নিশ্চিত করতে পারছে না, কারণ এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।'

বিসিবি সম্প্রতি প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছে। যদিও এর আগে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন বোর্ড অন্য কিউরেটরদের সঙ্গে কথা বলছে ফলে গামিনিকে পরিবর্তন করা হতে পারে।

গত জুলাইয়ে বুলবুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা অন্য কিউরেটরদের সঙ্গে কথা বলছি এবং তাকে (গামিনি) পরিবর্তন করতে পারি। তার চুক্তি শেষ হওয়ায় একটি 'সাডেন ডেথ" পরিস্থিতি তৈরি হতে পারে।'

বিসিবির সূত্র নিশ্চিত করেছে গামিনি আগামী ১০ আগস্ট ছুটিতে যাচ্ছেন। হেমিংয়ের সঙ্গে আলোচনা চূড়ান্ত হওয়ার পর গামিনির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago