শাহীনের ৪ উইকেটের পর অভিষিক্ত হাসানের ঝড়ে জিতল পাকিস্তান

Hasan Nawaz and Hussain Talat

বল হাতে জ্বলে উঠেন শাহীন শাহ আফ্রিদি, উইকেট পান নাসিম শাহও। বেশ ভালো উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে তিনশোর ভেতর আটকে রাখে পাকিস্তান। রান তাড়ায় দুই অভিজ্ঞ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মাঝারি ইনিংসের পর ঝলক দেখান ওয়ানডেতে অভিষিক্ত হাসান নেওয়াজ। যাতে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে পাকিস্তান।

শুক্রবার ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। আগে ব্যাট করে এভিন লুইস, শাই হোপ ও রোস্টন চেজের ফিফটিতে ২৮০ রান করে পাকিস্তান। ৫১ রানে ৪ উইকেট নেন শাহীন, নাসিম ৫৫ রানে পান ৩ উইকেট।

৭ বল আগে ওই রান পেরিয়ে দলকে জেতাতে বড় অবদান হাসানের। ৫৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। বাবর ৬৪ বলে ৪৭, অধিনায়ক রিজওয়ান ৬৯ বলে করেন ৫৩ রান। হাসানের সঙ্গে ম্যাচ জেতানো জুটিতে ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন হোসেইন তালাত।

দিবা-রাত্রির এই ম্যাচে হাসান ও তালাত ষষ্ঠ উইকেটে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এই জয়ের ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার এবং শেষ ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয়ে মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করেন। ৩৮তম ওভারে শামার জোসেফের বলে এলবিডব্লিউ হয়ে তিনি আউট হন। তখনো পাকিস্তানের জয়ের জন্য ১০১ রান প্রয়োজন ছিল। এরপরই হাসান এবং তালাত জয়ের বীরত্বপূর্ণ গল্প লেখেন।

৪৯তম ওভারের দ্বিতীয় বলে হাসান মারেন ছয়, জোসেফের ওই ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন তিনি।

পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শাহিন আফ্রিদির করা প্রথম ওভারের পঞ্চম বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ব্রান্ডন কিং চার রানে আউট হলে ধাক্কা খায় স্বাগতিকরা। ১৯তম ওভারের শেষ বলে সাইম আইয়ুবের বলে আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে লুইসও আউট হন।

৪১তম ওভারে আফ্রিদির বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ ৫৫ রান করে আউট হন। তখন দলের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ২০০ রান।পরে রোমারিও শেফার্ডকেও অল্প রানে থামান শাহীন।

Comments

The Daily Star  | English

Tariff math favours Bangladesh in shifting US trade landscape

The shift of the USA to reciprocal tariffs has shaken global trade. But for Bangladesh, it’s opened a rare window of opportunity

15h ago