সিপিএলে ফেরার ম্যাচে ব্যর্থ সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রায় এক বছরের বিরতিতে ফিরলেন সাকিব আল হাসান। তবে প্রত্যাবর্তনের মঞ্চে আলো ছড়ানোর বদলে তাঁর দিনটা কাটল নিস্তেজভাবে। আর সেই সঙ্গে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসেরও হলো হতাশাজনক সূচনা।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ছয় উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো সাকিবদের। ছয় নম্বরে নেমে সাকিব ব্যাট হাতে খেলেন ১৬ বলে ১১ রানের ইনিংস। বল হাতে সুযোগ মেলেছিল মাত্র এক ওভার, উইকেটশূন্য থেকে খরচ করেন ৬ রান।
ফ্যালকনসের ইনিংসে একমাত্র উজ্জ্বল দিক ছিল ওপেনার জুয়েল অ্যান্ড্রু গোরের ঝোড়ো ব্যাটিং। তার ৬১ রানে দল কিছুটা ভরসা পেলেও ওয়াকার সালামখেইলের বিধ্বংসী স্পেল (৪/২২) এবং প্যাট্রিয়টসের তিন পেসারের সম্মিলিত ছয় উইকেটের সামনে ১২১ রানে গুটিয়ে যায় অতিথিরা।
লক্ষ্য তাড়ায় প্যাট্রিয়টসকে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি। রাহকিম কর্নওয়েলের জোড়া আঘাতও থামাতে পারেনি জনসন চার্লস লুইসের ঝড়ো ১৩ বলে ২৫ রানের ইনিংস আর কাভেম আথানাজের অপরাজিত ৩৭ রানের জুটিকে। নতুন রূপে সাজানো দলটি স্বাচ্ছন্দ্যে তুলে নেয় জয়ের প্রথম স্বাদ।
Comments