স্পিন-বাহিনী সাজিয়ে এশিয়া কাপে আফগানিস্তান

আসন্ন টি–টোয়েন্টি এশিয়া কাপের জন্য  দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক রশিদ খানের সঙ্গে ঘূর্ণি আক্রমণে রয়েছেন নূর আহমেদ, মুজিব উর রহমান, এএম গজনফর ও মোহাম্মদ নবী—যা নিঃসন্দেহে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্পিন ইউনিট।

সবশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। তবে ২০২৫ সালের শুরু থেকে এখনও পর্যন্ত একটি টি–টোয়েন্টিও খেলেনি তারা। গত এক বছরে তাদের একমাত্র টি–টোয়েন্টি সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, হারারেতে ২০২৪ সালের ডিসেম্বরে, যেখানে তারা ২-১ ব্যবধানে জয় পেয়েছিল।

সেই সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার হযরতুল্লাহ জাজাই ও ব্যাটিং অলরাউন্ডার জুবাইদ আকবরি। রিজার্ভে চলে গেছেন বাঁহাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া খারোতে। দলে জায়গা পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ এবং রহস্য স্পিনার গজনফর।

'বি' গ্রুপে আফগানিস্তানের সঙ্গী বাংলাদেশ, হংকং ও স্বাগতিক শ্রীলঙ্কা। অন্যদিকে 'এ' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান তাদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে, হংকংয়ের বিপক্ষে, আবুধাবিতে ৯ সেপ্টেম্বর।

এশিয়া কাপের আফগানিস্তানের টি–টোয়েন্টি দল 

রশিদ খান (অধিনায়ক), রহমতুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসহাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নূর আহমাদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, আবদুল্লাহ আহমাদজাই।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago