১২ বলে ১১ ছক্কা ভারতীয় ব্যাটারের

ভারতের ২৮ বছর বয়সী প্রথম শ্রেণীতে খেলা ব্যাটার সালমান নিজার কেরালা ক্রিকেট লিগে রীতিমতো তাণ্ডব তুলেছেন। শনিবার আদানি ত্রিবান্দ্রম রয়্যালসের বিপক্ষে কালিকুট গ্লোবস্টারসের হয়ে খেলতে নেমে ইনিংসের শেষ ১২টি বৈধ বলে তিনি মেরেছেন ১১টি ছক্কা!
বাঁহাতি এই ব্যাটার ২০ ওভারের ইনিংসের শেষ থেকে দ্বিতীয় ওভারে মুখোমুখি হন অভিজ্ঞ পেসার বাসিল থাম্পির। থাম্পির ওই ওভারের পাঁচ বলেই ছক্কা মারেন সালমান। উল্লেখ্য, বাসিল থাম্পি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্সের হয়ে খেলেছেন।
শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন সালমান। এরপর শেষ ওভারে অভিজিৎ প্রবীণের ওপর চড়াও হয়ে টানা ছয়টি ছক্কা মারেন তিনি। সেই ওভারে আসে মোট ৪০ রান—কারণ প্রবীণ একটি ওয়াইড এবং একটি নো বল করেছিলেন, আর নো বল থেকে সালমান তুলে নেন অতিরিক্ত দুই রান।
সালমান তার প্রথম ১৩ বলে করেছিলেন মাত্র ১৭ রান। কিন্তু শেষ পর্যন্ত ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। তার এমন বিধ্বংসী ইনিংসে কালিকুট গ্লোবস্টারস ম্যাচটি জিতে নেয় ১৩ রানে।
Comments