বিসিবি সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ

ছবি: বিসিবি

গত কয়েক মাস ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন দেশের ক্রিকেটাঙ্গনে একটি প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অক্টোবরে পরিচলনা পর্ষদের মেয়াদ শেষে নির্বাচনের বাধ্যকতা আছে। আজ সিলেটে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় বহুল প্রত্যাশিত এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হতে পারে।

রবিবার দ্য ডেইলি স্টারকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক বলেন, 'বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হলো আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা। নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল সম্ভবত এই বৈঠকেই চূড়ান্ত করা হবে।'

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর এবং নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা—সভাপতির নির্দেশনায়—নির্বাচনের ৩০ দিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করে সংবিধানের ৯.১, ৯.২ এবং ৯.৩ ধারা অনুসারে পরবর্তী সাধারণ পরিষদ গঠনের জন্য কাউন্সিলরদের মনোনয়ন আহ্বান করবেন।

নির্বাচনী এজেন্ডা ছাড়াও, বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ইভেন্ট পরিচালনার জন্য একটি ক্রীড়া বিপণন পরামর্শক সংস্থা নিয়োগের অনুমোদনও দিতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে জানা গিয়েছিল যে নিউইয়র্ক-ভিত্তিক ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি) এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক প্রতিযোগিতা পরিচালনার জন্য একটি বহু-বছরের চুক্তির জন্য নিশ্চিত হতে পারে। আজকের এই বৈঠকে বোর্ড বেশ কয়েকটি আর্থিক অনুমোদন ও বাজেট অনুমোদন করবে।

বিসিবি সভা আজ সিলেটের পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে দুপুর ২টায় শুরু হবে।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago