আবারও ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

নির্ধারিত ৯০ মিনিট শেষে ফাইনালের ফল দাঁড়াল ২-২। তাতে রোমাঞ্চকর লড়াই গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানে বাংলাদেশকে কোনো সুযোগ দিল না ভারত। প্রথমার্ধেই তিনবার লক্ষ্যভেদ করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল তারা।
শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ১২০ মিনিটের দ্বৈরথ শেষে ৫-২ গোল জিতেছে স্বাগতিক ভারত। ২০১৯ সালে এই প্রতিযোগিতার সবশেষটি আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ফুটবলারদের নিয়ে। সেবারও নেপালের কাঠমুন্ডুতে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
পাঁচ দল নিয়ে আয়োজিত সদ্যসমাপ্ত আসরের রাউন্ড রবিন পর্বে দেখা হয়েছিল বাংলাদেশ ও ভারতের। ওই ম্যাচে পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু ফাইনালে সেই ফলের পুনরাবৃত্তি করতে না পারায় স্বপ্নভঙ্গ হলো পল স্মলির শিষ্যদের।
Comments