লেভানদভস্কির বার্সায় যোগ দেওয়ায় পরোক্ষ ভূমিকা ছিল গার্দিওলার

২০১৩ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার পরের বছরই রবার্ত লেভানদভস্কিকে দলে টেনেছিলেন পেপ গার্দিওলা। তখন থেকে দুজনের সম্পর্কের রসায়ন চমৎকার। গত মাসে পোলিশ তারকা স্ট্রাইকার লেভি যোগ দিয়েছেন কোচ গার্দিওলারই সাবেক ক্লাব বার্সেলোনায়। এই সিদ্ধান্তের পেছনে পুরনো গুরুর পরোক্ষ ভূমিকার কথা জানিয়েছেন তিনি।
অনেক নাটকীয়তার পর জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন থেকে লেভানদভস্কিকে কিনেছে বার্সা। সেজন্য স্প্যানিশ ক্লাবটিকে খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে খরচের অঙ্ক বাড়তে পারে আরও ৫ মিলিয়ন ইউরো। ৩৩ বছর বয়সী লেভির সঙ্গে কাতালানরা চুক্তি করেছে চার বছরের জন্য।
তিন বছর বায়ার্নের কোচের ভূমিকায় ছিলেন বর্তমানে ম্যানচেস্টার সিটির দায়িত্ব সামলানো গার্দিওলা। এর মধ্যে লেভানদভস্কি তার অধীনে খেলেছিলেন দুই বছর। বায়ার্নে পাড়ি জমানোর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর গার্দিওলা কোচিং করান বার্সেলোনাকে। তার মেয়াদকালে দলটি ব্যাপক সাফল্য অর্জন করে হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। সেই সুবাদে গার্দিওলা নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের অন্যতম সেরা কোচ হিসেবে।
বায়ার্নে নাম লেখানোর পর লেভানদভস্কির মনে হয়েছিল, বার্সার আদলে বাভারিয়ানদের গড়ে তুলছেন গার্দিওলা। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের কাছে মঙ্গলবার তিনি বলেছেন, 'দর্শন, দলের যত্ন নেওয়ার এবং দলকে সামলানোর নিজস্ব কৌশল দেখে মনে হতো গার্দিওলা যেন বার্সেলোনাকে বায়ার্ন মিউনিখে নিয়ে এসেছেন।'
ক্যাম্প ন্যুর দলটিতে যোগ দেওয়ার আগে গার্দিওলার সঙ্গে সরাসরি আলাপ হয়নি লেভির। তবে গার্দিওলার পরোক্ষ ভূমিকার কথা তুলে ধরেছেন তিনি, 'এখানে চুক্তিবদ্ধ হওয়ার আগে আমি গার্দিওলার সঙ্গে কথা বলিনি। কিন্তু যখন আমি তার সঙ্গে বায়ার্নে ছিলাম, সেটা ছিল অনেকটা একদিন বার্সেলোনায় আসার জন্য প্রস্তুত হওয়ার মতো।'
বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজের সঙ্গে গার্দিওলার মিলও খুঁজে পাচ্ছেন লেভানদভস্কি, 'জাভির সঙ্গে গার্দিওলার অনেক মিল রয়েছে। তারা দুজনই ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন। তারা ফুটবল নিয়ে একইভাবে চিন্তা করেন। সেসব মাথায় নিয়ে বার্সেলোনাই ছিল আমার জন্য একমাত্র বিকল্প।'
উল্লেখ্য, বার্সেলোনার জার্সিতে এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয়নি লেভানদভস্কির। সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই তার অপেক্ষার অবসান ঘটবে। আগামী শনিবার স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বার্সা ঘরের মাঠে খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।
Comments