মৌসুম শুরুর আগে নিবন্ধিত না হলে বার্সা ছাড়বেন ক্রিস্টেনসেন-কেসি!

ফ্রি এজেন্ট হওয়ায় এবার মুফতে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও ফ্রাঙ্ক কেসিকে পেয়েছিল বার্সেলোনা। তবে এ দুই খেলোয়াড়কেই হারাতে পারে দলটি। লা লিগা মৌসুম শুরুর আগে তাদের নিবন্ধিত না করাতে পারলে, তারা চলে যেতে পারেন বলেই সংবাদ প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
সংবাদ অনুযায়ী, চুক্তির সময়েই একটি ধারা রেখেছিলেন এ দুই ফ্রি এজেন্ট। কোনোক্রমে যদি লা লিগা শুরুর আগে তাদের নিবন্ধন করাতে ব্যর্থ হয় ক্লাবটি, সেক্ষেত্রে তারা বিনা মূল্যে চলে যেতে পারবেন। ইএসপিএন জানিয়েছে সে ধারা কার্যকর করে চলে যেতে পারেন কেসি ও ক্রিস্টেনসেন।
কিছু দিন আগেই এ দুই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছিল বার্সেলোনা। তবে লা লিগার আর্থিক কাঠামোর নিয়মের বেড়াজালে এখনও তাদের নিবন্ধন করাতে পারেনি দলটি। আগামী ৩১ আগস্ট বন্ধ হয়ে যাবে গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো।
তবে নতুন পাঁচ খেলোয়াড়কেই নিবন্ধিত করতে পারবে বলেই আশাবাদী বার্সেলোনা। কেসি ও ক্রিস্টেনসেন ছাড়া বাকি তিনজন রবার্ট লেভানদোভস্কি, জুলস কুন্দে এবং রাফিনহা। এছাড়াও চুক্তি নবায়ন করেছেন উসমান দেম্বেলে সের্জি রবার্তো। শনিবার রেয়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামার আগে নিবন্ধিত হতে পারেন তারা।
ইএসপিএন আরও জানিয়েছে এই সপ্তাহের মধ্যেই ক্রিস্টেনসেন এবং কেসিকে নিবন্ধন করতে না পারে তবে তারা তাদের এজেন্টদের সঙ্গে কথা বলে সমাধান খুঁজবেন। এবং মাস শেষ হওয়ার আগেই ক্লাব খুঁজতে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন।
Comments