সমর্থকদের ধৈর্য ধারণ করতে বললেন বার্সেলোনা কোচ জাভি

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা বার্সেলোনার জন্য হয়েছে হতাশার।
ছবি: এএফপি/টুইটার

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা বার্সেলোনার জন্য হয়েছে হতাশার। অনেক সুযোগ তৈরি করেও তুলনামূলক বেশ দুর্বল প্রতিপক্ষ রায়ো ভায়েকানোর জালে বল পাঠাতে পারেনি তারা। অথচ চলমান গ্রীষ্মকালীন দলবদলে রবার্ত লেভানদভস্কিসহ এক ঝাঁক তারকাকে দলে টানায় তাদের ঘিরে প্রত্যাশার পারদ ছিল উঁচুতে। তবে আক্ষেপে না পুড়ে ভক্ত-সমর্থকদের ধৈর্য ধারণের বার্তা দিলেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ।

শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে গোলমুখে ২১টি শট নিয়েও রায়োর সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। ফলে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রত্যাশিত যাত্রা পায়নি তারা। পুরো ১১ জন নিয়েও খেলা শেষ করতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের অধিনায়ক সার্জিও বুসকেতস। দুবার অবশ্য কাতালানরা বল জড়িয়েছিল সফরকারীদের জালে। কিন্তু অফসাইডের কারণে গোলগুলো বাতিল হয়ে যায়।

লিগ মাঠে গড়ানোর আগে শেষ মুহূর্তে যে ছয় জনের নিবন্ধন করায় বার্সা, তাদের চার জন জায়গা পান শুরুর একাদশে। তারা হলেন লেভানদভস্কি, ওসমান দেম্বেলে, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন। বাকি দুজন অর্থাৎ সার্জি রবার্তো ও ফ্রাঙ্ক কেসিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। কিন্তু দলকে পূর্ণ পয়েন্ট এনে দিতে ব্যর্থ হন তারা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাভি বার্সেলোনাপ্রেমীদের উদ্দেশ্যে দেন ইতিবাচক বার্তা, '(ভক্তদের) এভাবে হতাশ হওয়াটা আমি বুঝতে পারছি। হয়তো আমরা অনেক বেশি প্রত্যাশা তৈরি করেছি।'

'আমি কোনো অজুহাত দিতে চাই না। কেবল ব্যাখ্যা করতে পারি। কারণ, (আমাদেরকে ঘিরে) প্রত্যাশা উঁচুই থাকবে।'

লা লিগার গত মৌসুমে দুই দেখাতেই রায়োর কাছে হেরেছিল বার্সা। ম্যাচের অধিকাংশ সময় রক্ষণ জমাট রাখতে ব্যস্ত থাকলেও এবারও তাদের সামনে সুযোগ এসেছিল তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার। প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ ফুটবলার জাভি বলেন, 'রায়ো খুব ভালোভাবে রক্ষণ সামলেছে। বরাবরের মতো সুযোগ তৈরি করা আমাদের জন্য কঠিন ছিল। এটা (জিততে ব্যর্থ হওয়া) দুঃখজনক। কারণ, আমরা ভক্তদের দেখাতে চেয়েছিলাম যে আমরা সঠিক পথে আছি।'

'আমাদের ম্যাচটা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে, উন্নতি করতে হবে, বর্তমান মডেলের ওপর আস্থা রাখতে হবে এবং কাজ করে যেতে হবে।'

নিজেদের দায়ও এড়িয়ে যাননি বার্সেলোনা কোচ জাভি, 'এটা হতাশার হলেও আমরা (ভক্তদের) ধৈর্য ধারণ করতে বলছি। আমাদের আরও ভালোভাবে আক্রমন করা ও সুযোগ তৈরি করা উচিত ছিল। আমরা আমাদের সেরা খেলাটা খেলিনি। এটা হতে পারে যে প্রত্যাশার মাত্রা অনেক বেশি উঁচুতে ওঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

7h ago