হালান্ডের প্রথম হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যান সিটি
প্রথমার্ধে দুই গোল হজম করে প্রবল চাপে পড়া ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে মেলে ধরল নিজেদের। তারকাসমৃদ্ধ দলটি প্রমাণ রাখল নিজেদের সামর্থ্য ও শক্তিমত্তার। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীদের পক্ষে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ নিলেন আর্লিং হালান্ড। তার নৈপুণ্যে জয়ে ফিরল পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়েছে ম্যান সিটি। প্রিমিয়ার লিগে এটি তাদের তৃতীয় জয়। প্রথম দুই রাউন্ডে জয়ের পর গত ম্যাচে তারা ৩-৩ গোলে ড্র করেছিল নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে।
রোমাঞ্চকর ম্যাচের চতুর্থ মিনিটে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২১তম মিনিটে রীতিমতো স্তব্ধ হয়ে যান সিটির ফুটবলাররা। সতীর্থের কর্নারে হেড করে জোয়াকিম অ্যান্ডারসন ব্যবধান দ্বিগুণ করেন প্যালেসের হয়ে।
হতাশা কাটিয়ে বিরতির পর জেগে ওঠে সিটিজেনরা। ৫৩তম মিনিটে সফরকারীদের দুই খেলোয়াড়কে এড়িয়ে অসাধারণ গোলে ব্যবধান কমান পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। এরপর শুরু হয় তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ডের ভেলকি দেখানো। মাত্র ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করে দলকে অসাধারণ এক জয়ের উল্লাসে মাতোয়ারা করেন তিনি।
ম্যাচের ৬২তম মিনিটে ফিল ফোডেনের ক্রসে মাথা ছুঁইয়ে স্কোরলাইনে সমতা টানেন হালান্ড। আট মিনিট পর ডি-বক্সের ভেতরে স্টোনস ঠিকমতো শট নিতে না পারলেও বল পেয়ে যান তিনি। খুব কাছ থেকে আলতো করে ফাঁকা জালে তিনি বল পাঠিয়ে এগিয়ে দেন ম্যান সিটিকে। ৮১তম মিনিটে ইল্কাই গুন্দোগানের পাস নিয়ন্ত্রণে নিয়ে প্যালেসের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বাঁ পায়ে শট নেন হালান্ড। বল গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতাকে ফাঁকি দিলে হ্যাটট্রিকের রথে চড়েন তিনি।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে সিটি। সমান পয়েন্ট নিয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন আছে তিনে। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। ১৩তম স্থানে থাকা প্যালেসের পয়েন্ট ৪।
Comments