ইউনাইটেডে থাকছেন রোনালদো, ইঙ্গিত কোচ টেন হাগের
ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হতে বাকি আর কয়েক ঘণ্টা। তবে অনেক চেষ্টা সত্ত্বেও পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভবত নতুন ঠিকানায় পাড়ি জমানো হচ্ছে না। তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের কথায় মিলেছে সেই ইঙ্গিত।
ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ইউনাইটেডের সামনের ম্যাচের প্রতিপক্ষ পয়েন্ট তালিকার তলানিতে থাকা লেস্টার সিটি। খেলাটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। লেস্টারের মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পর্তুগিজ মহাতারকা রোনালদোর ভবিষ্যৎ নিয়ে মুখ খুলতে হয় নেদারল্যান্ডসের নাগরিক টেন হাগকে।
৩৭ বছর বয়সী রোনালদোর ওল্ড ট্র্যাফোর্ডে থেকে যাওয়ার প্রসঙ্গে ইউনাইটেডের কোচ বলেছেন, 'হ্যাঁ, এটা পরিষ্কার। আমাদের দরকার মানসম্পন্ন খেলোয়াড়। আমাদের আরও কিছু (মানসম্পন্ন খেলোয়াড়) দরকার সবগুলো ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে। আমরা সেজন্য লড়াই করে যাচ্ছি।'
গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই চলছে রোনালদোর ক্লাব ছাড়ার জল্পনা-কল্পনা। ইউনাইটেডকে নিজের ইচ্ছার কথা জানিয়ে পারিবারিক কারণ দেখিয়ে প্রথমে প্রাক-মৌসুমের অনুশীলন ক্যাম্পে যোগ দেননি তিনি। পরে অবশ্য তিনি মাঠে ফেরেন। রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ ম্যাচের পাশাপাশি প্রিমিয়ার লিগে রেড ডেভিলদের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে তিনি খেলেছেন। তবে জালের ঠিকানা অধরা রয়ে গেছে তার।
গত কয়েক মাসে রোনালদোর সঙ্গে জড়িয়েছে একাধিক ক্লাবের নাম। তার এজেন্ট হোর্হে মেন্দেস বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছেন। কিন্তু এখনও কোনো উপায় বের করতে পারেননি তিনি। বায়ার্ন মিউনিখ, চেলসি, অ্যাতলেতিকো মাদ্রিদের মতো দল ফিরিয়ে দিয়েছে রোনালদোকে কেনার প্রস্তাব। একদম শেষ মুহূর্তে কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে টেন হাগের ইঙ্গিতই পাবে সত্যতা।
Comments