৫ ম্যাচ খেলেই প্রিমিয়ার লিগে হালান্ডের রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড গড়তে নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ডের লাগল মাত্র পাঁচ ম্যাচ। আসরে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের সুবাদে নয় গোল নিয়ে ম্যানচেস্টার সিটির তারকা সবাইকে ছাড়িয়ে উঠলেন চূড়ায়।
বুধবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একপেশে লড়াইয়ে তাদের কাছে একদমই পাত্তা পায়নি নবাগত নটিংহ্যাম ফরেস্ট। প্রথমার্ধেই হ্যাটট্রিকের স্বাদ নেন গত জুলাইতে সিটিতে যোগ দেওয়া ২২ বছর বয়সী হালান্ড। আগের ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
আসরে অসাধারণ ছন্দে থাকা হালান্ডের গোল বেড়ে হলো নয়টি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম পাঁচ ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। তিনি টপকে গেছেন ম্যান সিটির সাবেক তারকা সার্জিও আগুয়েরো এবং নিউক্যাসল ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির সাবেক ফুটবলার মিকি কুইনকে। তারা নিজেদের প্রথম পাঁচ ম্যাচে আট গোল করেছিলেন।
ম্যাচের ১২তম মিনিটেই গোলের উল্লাস করেন হালান্ড। ফিল ফোডেন বিপজ্জনক ক্রস করেন ডি-বক্সের ভেতরে। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে বাঁ পায়ের ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন হালান্ড। ২৩তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। ফরেস্টের নেকো উইলিয়ামস বল ক্লিয়ার করতে গেলে পেয়ে যান ফাঁকায় থাকা হালান্ড। ডান পায়ের শটে বাকিটা সারেন তিনি।
৩৮তম মিনিটে আসে হালান্ডের কাঙ্ক্ষিত মুহূর্ত। জোয়াও ক্যানসেলোর ক্রসে ফোডেন ও জন স্টোনসের হেডের পর গোলমুখে বল পৌঁছায় তার কাছে। খুব কাছ থেকে মাথা ছুঁইয়ে নিশানা ভেদ করে 'পারফেক্ট হ্যাটট্রিক' পূর্ণ করেন তিনি।
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের অষ্টম ঘটনা এটি। হালান্ডের আগে এমন নজির গড়েছেন লেস ফার্ডিনান্ড, ইয়ান রাইট, থিয়েরি অঁরি, দিদিয়ের দ্রগবা, ওয়েইন রুনি ও হ্যারি কেইন (দুবার)।
Comments