নেইমারকে মূল একাদশে না রাখার ব্যাখ্যা পিএসজি কোচের

সুপার কাপের ফাইনালে এই নঁতেকে উড়িয়ে দিয়ে মৌসুম শুরু করেছিল পিএসজি। সে ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। সেই জাদুকরী ছন্দের ধারা ধরে রেখে এরপর লিগ ওয়ানে পাঁচ ম্যাচে করেন আরও সাত গোল। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকা এ ব্রাজিলিয়ান আগের দিন সেই নঁতের বিপক্ষে শুরু করেন বেঞ্চ থেকে। তবে কেন তাকে মূল একাদশে রাখা হয়নি তার ব্যাখ্যা দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

অবশ্য নেইমার শুরুর একাদশে না থাকলেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি পিএসজির। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের রসায়নে সহজ জয়ই পেয়েছে দলটি। নঁতের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের এ ম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে জোড়া গোল করেন এমবাপে। তার দুটি গোলের অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। অপর গোলটি করেন নুনো মেন্দেস।

এদিন ম্যাচের ১৮তম মিনিটে মেসির পাস থেকে এমবাপের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ৫৪তম মিনিটে মেসির আরও একটি পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ১০ মিনিট পর এমবাপের জায়গায় বদলি নামেন নেইমার। তার তিন মিনিট পর তৃতীয় গোল পায় পিএসজি। এ গোলে অবদান রয়েছে নেইমারের। তার শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন মেন্দেস।

তবে সব ছাপিয়ে আলোচনা প্রথম একাদশে কেন নেই নেইমার। সংবাদ সম্মেলনেও উঠে আসে এ প্রসঙ্গ। সেখানেই কোচ গালতিয়ের বলেন, 'আপনি বলছেন এই ব্যাপারটা নতুন, কিন্তু এটা সবার জন্য একই। ব্যস্ত সময়সূচীর কারণে এটা একটি বাধ্যবাধকতা। আমরা অনেক বেশি খেলি, প্রতি তিন দিন কিংবা প্রতি চার দিন পর পর। সবাই জানে যে তারা ৯৫ মিনিটের পুরো ম্যাচ খেলতে পারবে না।'

মূলত দলের সব খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতেই নিয়মিত অদল বদল করে খেলানোর কথা জানান এ কোচ, 'আমি এটা নিয়ে দুবার কথা বলেছিলাম। প্রথমবার দলের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে, দ্বিতীয়বার পুরো গ্রুপের সঙ্গে। তাদের এটা বলতে যে, এরকম হওয়াই ঠিক এবং তোমাদের সঠিক মনোভাব থাকতে হবে এবং দলের অন্যান্য সতীর্থদের অংশগ্রহণকেও মূল্য দিতে হবে।'

গত মৌসুমে এই অদল-বদল নিয়ে অনেক কথাই হয়েছে দলে। তৎকালীন কোচ মাউরিসিও পচেত্তিনোর সমালোচনাও হয়েছিল অনেক। এবার শুরু থেকেই শিষ্যদের বেশ কড়া শাসনেই রেখেছেন গালতিয়ের। এর আগে পিএসজির শেষ দুই ম্যাচে মেসিকেও পুরো ম্যাচ খেলাননি। ম্যাচের শেষ দিকে তাকে বদল করে বিকল্প খেলোয়াড় নামান।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

2h ago