হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন লেভানদোভস্কি

ছবি: টুইটার

বার্সেলোনার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেই হ্যাটট্রিক উপহার দিলেন রবার্ত লেভানদোভাস্কি। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব আসরে তিনটি ভিন্ন দলের পক্ষে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন তিনি।

বুধবার রাতে 'সি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভিক্তোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে শুভ সূচনা করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। লেভির চোখ ধাঁধানো নৈপুণ্যের পাশাপাশি জালের ঠিকানা খুঁজে নেন ফ্রাঙ্ক কেসিয়ে ও ফেরান তোরেস।

প্রথমার্ধে জোড়া গোল করা তারকা পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি দ্বিতীয়ার্ধে আরও একবার লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৩৪তম মিনিটে সার্জি রবার্তোর পাসে বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে এড়িয়ে দারুণ শটে নিশানা ভেদ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনি নিজের দ্বিতীয় গোলের দেখা পান। সফরকারীদের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিখুঁত ক্রস করেন উসমান দেম্বেলে। হেড করে জাল কাঁপিয়ে বাকিটা সারেন লেভানদোভস্কি। বিরতির পর ম্যাচের ৬৭তম মিনিটে তোরেসের পাসে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ বছর বয়সী লেভির এটি পঞ্চম হ্যাটট্রিক। এর আগে এই প্রতিযোগিতায় বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে একবার ও বায়ার্ন মিউনিখের জার্সিতে চারবার হ্যাটট্রিক করেছিলেন তিনি। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ৮৯। লেভানদোভস্কির উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো (১৪০ গোল) ও লিওনেল মেসি (১২৫ গোল)।

বড় জয়ের পর স্প্যানিশ গণমাধ্যম মোভিস্টারকে বার্সেলোনার কোচ জাভি বলেছেন, 'রবার্ত এরকমই। তার গোলক্ষুধা কখনও কমে না। সে যেভাবে অনুশীলন করছে ও দলের উন্নতিতে অবদান রাখছে, তাতে আমি আনন্দিত। সে বিনয়ী। সে সতীর্থদের কাছ থেকে বল প্রত্যাশা করে ও প্রেসিংয়ের ক্ষেত্রে দারুণভাবে সহায়তা করে।'

লা লিগার পরাশক্তি বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে লেভানদোভস্কির গোল দাঁড়িয়েছে আট। কেবল প্রথম ম্যাচেই গোল পাননি তিনি। লিগে টানা দুই ম্যাচে জোড়া লক্ষ্যভেদের পর সবশেষটিতে করেন এক গোল। এবার চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্তোরিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের স্বাদ নিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago