গ্যালারিতে দর্শক অসুস্থ হয়ে পড়ায় বন্ধ বার্সেলোনার ম্যাচ
নির্ধারিত সময়ের খেলা শেষ হতে তখন ৯ মিনিট বাকি। হঠাৎই বার্সেলোনার প্রতিপক্ষ কাদিজের গোলপোস্টের পিছনের গ্যালারিতে দেখা দিল অস্থিরতা। কারণ, এক দর্শকের অসুস্থ হয়ে পড়া। তার শারীরিক পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় আপাতত বন্ধ করে দেওয়া হলো ম্যাচ।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছে বার্সেলোনা। ৮২তম মিনিটে রেফারি খেলা বন্ধের বাঁশি বাজানো সময় জাভি হার্নান্দেজের শিষ্যরা এগিয়ে ছিল ২-০ ব্যবধানে।
কাতালান ক্লাবটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'গ্যালারিতে একজন দর্শকের জরুরি চিকিৎসার দরকার হওয়ায় ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়েছে। খেলোয়াড়রা লকার রুমে ফিরে গেছেন।'
গ্যালারিতে আশঙ্কার ঝড়ো হাওয়া বইয়ে গেলে বিষয়টি নজরে আনা হয়েছিল রেফারির। তিনি তৎক্ষণাৎ খেলা বন্ধের নির্দেশ দেন। কিছুক্ষণ পর স্বাগতিক কাদিজের গোলরক্ষক জেরেমিয়াহ লেদেসমাকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে দৌড়ে ঘটনাস্থলের দিকে যেতে দেখা যায়। পরে জানা যায় এক দর্শকের অসুস্থতার খবর।
মাঠে উপস্থিত চিকিৎসাকর্মীরা ওই দর্শককে ৩০ মিনিটের মধ্যে গ্যালারি থেকে বের করতে পারেন। পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, অল্প সময়ের ব্যবধানে খেলা পুনরায় চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, লা লিগায় দুই দলের শেষ চার দেখায় শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা কাদিজকে হারাতে পারেনি বার্সা। ২০২০-২১ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারের পর ফিরতি দেখায় ১-১ গোলে ড্র করেছিল তারা। গত মৌসুমে প্রথম দেখায় গোলশূন্য ড্রয়ের পর ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ১-০ গোলে হেরেছিল বার্সা।
Comments