ইংলিশ লিগে ফিরলেন কস্তা

চেলসির সাবেক ফরোয়ার্ড দিয়াগো কস্তাকে স্বাক্ষর করিয়েছে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে টেনেছে ক্লাবটি। এক বছরের চুক্তিতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত এ ইংলিশ ক্লাবে খেলবেন তিনি।

চেলসির সাবেক ফরোয়ার্ড দিয়াগো কস্তাকে স্বাক্ষর করিয়েছে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে টেনেছে ক্লাবটি। এক বছরের চুক্তিতে চলতি মৌসুমের শেষ পর্যন্ত এ ইংলিশ ক্লাবে খেলবেন তিনি।

গত মৌসুমেই ব্রাজিলিয়ান ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে যোগ দিয়েছিলেন কস্তা। তবে জানুয়ারিতে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। এরপর থেকে কোনো ক্লাবের সঙ্গেই যুক্ত ছিলেন না এ ফরোয়ার্ড।

গত সপ্তাহেই স্টুটগার্ট থেকে অস্ট্রিয়ান ফরোয়ার্ড সাসা কালাজদজিককে কিনেছিল উলভস। কিন্তু ক্লাবে যোগ দিয়েই ইনজুরিতে পড়েন তিনি। এ মৌসুমে তাকে পাওয়ার আশা ক্ষীণ। যে কারণে কস্তাকে দলে টানে উলভস।

তাই কালাজদজিককে শুভ কামনা জানিয়ে কস্তা বলেন, 'একজন খেলোয়াড়ের ইনজুরিতে না পড়লে এটা সম্ভব হতো না। আমি তাকে কেবল তার জন্য ভালো কিছু ছাড়া আর কিছুই কামনা করতে পারি না।'

উলভস থেকে প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তা গ্রহণ করেন বলে জানান তিনি, 'যখন সে (ব্যবস্থাপক, ব্রুনো লেজ) আমাকে প্রিমিয়ার লিগে ফিরে আসার কথা বলে আমি এটা পছন্দ করেছি এবং অনুসরণ করি। কারণ এই প্রতিযোগিতায় আমার সঙ্গে বেশ কিছুটা সম্পর্ক রয়েছে।'

'মাদ্রিদে ম্যাচে আমি যতই উপভোগ করতাম না কেন, আমি নিরুৎসাহিত বোধ করেছি, কিন্তু এটা আমাকে অনুপ্রাণিত করেছে। এটি আমার মধ্যে সেই আগুন জ্বালিয়েছে,' যোগ করেন কস্তা।

ক্লাব ক্যারিয়ারে প্রায় ৫০০ ম্যাচ খেলা কস্তা চেলসির হয়ে দুই বার প্রিমিয়ার লিগ জিতেছেন। দুই মেয়াদে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়েও জিতেছেন বেশ কয়েকটি ট্রফি।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago