প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ স্থগিত
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন বৃটেনে প্রায় সব ধরণের খেলা স্থগিত করা হয়। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচও মাঠে গড়ায়নি। এ সপ্তাহেও তার শেষকৃত্য সামনে রেখে আরও দুটি ম্যাচ স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার বিষয়টি জানিয়েছে তারা।
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। সেদিন অনেক চাপ থাকবে বলেই নিরাপত্তা জনিত কারণে স্থগিত করা হয় লিভারপুল-চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড-লিডস ইউনাইটেডের মধ্যকার ম্যাচ।
চলতি সপ্তাহে অবশ্য রেল ধর্মঘটের কারণে আগে থেকেই ব্রাইটন ও ক্রিস্টাল প্যালেস ম্যাচটি স্থগিত ছিল। সবমিলিয়ে এ সপ্তাহে ইংলিশ লিগে ম্যাচ স্থগিত হল তিনটি। তবে ১৬ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বলেছে, 'ক্লাব, পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর তিনটি ম্যাচ স্থগিত করা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমরা। এই জাতীয় শোকের সময় যেসব ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে রানিকে শ্রদ্ধা জানানো হবে। স্থগিত ম্যাচগুলোর অনুষ্ঠিত হওয়ার সময় পরে জানানো হবে।'
এছাড়া রানির শেষকৃত্যের কারণে স্থগিত হয়েছে ইউরোপা লিগে পিএসভি আইন্দহভেন ও আর্সেনালের মধ্যে ম্যাচটিও। ম্যাচটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময়ে স্থানীয় পুলিশের অনেক তৎপরতা থাকবে বলেই ম্যাচটি স্থগিত কর হয়েছে।
Comments