ভিনিসিউসের নাচ নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে ক্ষুব্ধ পেলে, নেইমাররা 

গত বৃহস্পতিবার  ‘চিরিনগুইতো শো’তে গিয়ে ভিনিসিউসের নাচকে ‘বাদরের মতো লাফানো’ উল্লেখ করেন পেদ্রো। তিনি বলেন, ‘নাচতে হলে ব্রাজিল যাও। স্পেনে বাদরের মতো না নেচে প্রতিপক্ষকে সম্মান করো।’

গোলের পর রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র চিরায়ত ঢঙে নেচে উদযাপন করেছিলেন। তা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান পেদ্রো ব্রাভো। এতে বেজায় খেপেছেন ফুটবল কিংবদন্তি পেলে ও ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। প্রতিবাদ জানিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় রিয়াল মাদ্রিদও।

গত বৃহস্পতিবার  'চিরিনগুইতো শো'তে গিয়ে ভিনিসিউসের নাচকে 'বাদরের মতো লাফানো' উল্লেখ করেন পেদ্রো। তিনি বলেন, 'নাচতে হলে ব্রাজিল যাও। স্পেনে বাদরের মতো না নেচে প্রতিপক্ষকে সম্মান করো।'

তার এই মন্তব্যে চরম বর্ণবাদী নির্যাস খুঁজে পাচ্ছেন পেলে-নেইমাররা। ইন্সটাগ্রামে এক পোস্টে পেলে লিখেছেন, 'ফুটব আনন্দ, ফুটবল মানে নাচ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো বর্ণবাদ রয়ে গেছে। কিন্তু আমাদের আনন্দ আটকানো যাবে না। বর্ণবাদের বিপক্ষে প্রতিদের লড়াই থাকবে।'

ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার টুইট করে লিখেছেন, 'বাইলা ভিনি জেআর' অর্থাৎ 'নাচো ভিনি।' পরে ব্রাজিলিয়ান জার্সিতে তাদের নাচের ছবি দিয়ে ইন্সটাগ্রামে লিখেছেন, 'তুমি নিজে যেমন ঠিক তেমনই থাক। পরের গোলে আমরা একসঙ্গে নাচব।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pelé (@pele)

ভিনিসিউস নিজেও প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন নাচ থামাবেন না তিনি, 'সাংস্কৃতিক বৈচিত্র্যের একটা প্রকাশ এই নাচ। আপনি গ্রহণ করেন, শ্রদ্ধা করেন বা মেজাজ হারান। আমি এটা থামাব না।'

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিসি)ও এই ঘটনায় তাদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। স্প্যানিশ ফুটবল এজেন্টের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। এদিকে ভিনিসিউসের ক্লাব রিয়াল মাদ্রিদ এই বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।

চারপাশের প্রতিবাদে বিপাকে পড়া ব্রাভো অবশ্য ক্ষমা চেয়েছেন। নিজের মন্তব্য প্রকাশে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি, 'আসলে যা বোঝাতে চেয়েছিলাম প্রকাশটা বাজে হয়ে গেছে। আমি আসলে রূপক অর্থে বোকামো বোঝাতে চেয়েছিলাম।'

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago