হালান্ডের নতুন কীর্তি
ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে রেকর্ডের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সহজ জয়ের ম্যাচে নতুন কীর্তি গড়েছেন এই তরুণ তারকা। তিনি স্থাপন করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম চারটি অ্যাওয়ে ম্যাচে টানা গোল করার নজির।
শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। জ্যাক গ্রিলিশ ম্যাচের শুরুতেই সিটিজেনদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ২২ বছর বয়সী হালান্ড। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা স্বাগতিকদের জালে দ্বিতীয়ার্ধে বল পাঠান ফিল ফোডেন।
একপেশে লড়াইয়ের ১৬তম মিনিটে লিগের শিরোপাধারী ম্যান সিটি চালকের আসনে বসান দুর্দান্ত ছন্দে থাকা হালান্ড। মাঝমাঠে উলভস বল হারালে বার্নার্দো সিলভার কাছ থেকে তা পেয়ে যান তিনি। এরপর অনেকটা দৌড়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে এটি হালান্ডের ১১তম গোল। আসরের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে তার গোলসংখ্যা বেড়ে হলো ১৪।
প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে নিজের প্রথম চার ম্যাচের প্রতিটিতে গোল করা প্রথম খেলোয়াড় হালান্ড। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে আসরের প্রথম ম্যাচে জোড়া গোল আসে তার পা থেকে। এরপর নিউক্যাসল ইউনাইটেডের মাঠে একবার নিশানা ভেদ করেন। গত ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে জাল কাঁপানোর পর এবার তিনি গোলের উল্লাস করেন উলভসের ডেরায়।
উলভসের বিপক্ষে শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলেন হালান্ড। প্রতিপক্ষের গোলমুখে দুটি শট নিয়ে দুটিই লক্ষ্যে রাখেন তিনি। তার দেওয়া ১৫টি পাসের মধ্যে ১০টি খুঁজে পায় সতীর্থদের। এই ম্যাচে ৯০ মিনিট খেলা আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে বলে সবচেয়ে কম স্পর্শ (২৪) করেন হালান্ড। তবে তার কাছে সিটির যে প্রত্যাশা থাকে অর্থাৎ গোল করা, সেটা পূরণে কোনো ভুল করেননি।
উল্লেখ্য, সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে লিগের শীর্ষে ওঠা ম্যান সিটির পয়েন্ট ১৭। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল। উলভসের অবস্থান প্রিমিয়ার লিগের ১৬ নম্বরে। সাত ম্যাচে তাদের নামের পাশে রয়েছে কেবল ৬ পয়েন্ট।
Comments