'নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অর্জন'
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আঞ্চলিক এই ফুটবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। তাদেরকে প্রাণখোলা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারা।
সোমবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। জোড়া গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অন্য গোলটি করেন বদলি নামা শামসুন্নাহার জুনিয়র। স্বাগতিকদের পক্ষে ব্যবধান কমান অনিতা বাসনেত।
সাফের গত পাঁচ আসরের সবকটিতে শিরোপা জিতেছিল ভারত। এবার দক্ষিণ এশিয়া অঞ্চলের ফুটবল আসরটি নতুন চ্যাম্পিয়নের দেখা পেল বাংলাদেশের মেয়েদের মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনন্য অর্জনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেটাররা।
অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম লিখেছেন, 'সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট এনে দেওয়ার জন্য আমাদের প্রিয় বোনদের অনেক অভিনন্দন। সত্যিই তোমাদের সকলের জন্য গর্বিত বোধ করছি... সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের স্যালুট।'
ডানহাতি গতি তারকা তাসকিন আহমেদ লিখেছেন, 'বাংলাদেশ ইতিহাস গড়েছে এবং নেপালকে ৩-১ গোলে হারিয়ে তাদের প্রথম সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। অভিনন্দন মেয়েরা!'
ওয়ানডে দলের অধিনায়ক ও বাঁহাতি ওপেনার তামিম ইকবাল লিখেছেন, 'নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অর্জন।'
ওপেনার লিটন দাস লিখেছেন, অভিনন্দন মেয়েরা আমাদের গর্বিত করার জন্য। চ্যাম্পিয়ন্স!
অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন!'
Comments