বিজয়ের মুকুট পরে দুপুরে ফিরছে চ্যাম্পিয়নরা, অপেক্ষায় দেশ

উৎসবের রেশ ছড়িয়ে  দুপুরে ঢাকায় নামার পর সাবিনা খাতুন, কৃষ্ণা রানি, সানজিদা আক্তারদের বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশ।
SAAF Champions Girls

একদিনের মধ্যে বিআরটিসির সাধারণ দোতালা বাসের ছাদ খুলে তৈরি হয়ে গেছে কাঙ্খিত 'ছাদখোলা' বাস। সেই বাসে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের ছবি দিয়ে  'চ্যাম্পিয়ন' স্টিকার বসে গেছে। দ্রুততার সঙ্গে  সব প্রস্তুতিই সম্পন্ন। উৎসবের রেশ ছড়িয়ে  দুপুরে ঢাকায় নামার পর সাবিনা খাতুন, কৃষ্ণা রানি, সানজিদা আক্তারদের বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশ।

আজ বুধবার দুপুর দেড়টায় নারী ফুটবলারা নামবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সাদর অভ্যর্থনা জানানোর পর বাফুফে ভবন পর্যন্ত তাদের যাত্রাপথ থাকছে রঙিন।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচীব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা উপস্থিত থাকবেন বিমানবন্দরে। শোভাযাত্রা করে তাদের বাফুফে ভবনে নেওয়ার পর সেখানে মেয়েদের অভ্যর্থনা জানাবেন বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিন।

বিমান থেকে নামার পর ভিআইপি গেটে চ্যাম্পিয়নদের  ফুলের তোড়া দিয়ে গ্রহণ করার পর মিষ্টিমুখ করানো হবে। গণমাধ্যমে কথা বলার পর ছাদখোলা বাসে সাউন্ড সিষ্টেম আর উল্লাসধ্বনির মাধ্যমে শুরু হবে শোভাযাত্রা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও যোগ দেবেন এই আনন্দ আয়োজনে।

ছাদখোলা বাস

বিমানবন্দর থেকে যে পথে বাফুফে যাবেন চ্যাম্পিয়নরা

বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়ার  একটি রুট ঠিক করেছে বাফুফে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সেই রুটটির বিস্তারিত তুলে ধরেছেন সংবাদ সম্মেলনে,  'আসার সময় যে রুট ব্যবহার হবে সেটা জানাচ্ছি। বিমানবন্দর থেকে  কাকলী বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে হাতের বায়ে চলে যাব। আমরা এরপর তেজগাঁ হয়ে পুনরায় ফ্লাই ওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইলে আসব। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে পৌঁছাব।'

বাফুফে ভবনে মেয়েদের বরণ করবেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেও একটি সংবাদ সম্মেলনের আয়োজন থাকছে,  'বাফুফে ভবনে মেয়েদেরকে ফুলের তোড়া দিয়ে সভাপতি মহোদয় বরণ করে নিবেন। তারপর এখানে রিফ্রেশমেন্ট থাকবে, ফটোসেশন থাকবে। এবং আপনাদের সামনে আরেক দফায় তারা কথা বলবেন।'

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর সাফ জয়ী বাংলাদেশ দলকে দেবেন সংবর্ধনা। সেখানে আসতে পারে পুরস্কারের ঘোষণা।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago