বার্সা শিবিরে চোটের মিছিল
আগামী মাসের মাঝেই এল ক্লাসিকো। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুইবার খেলতে হবে ইন্টার মিলানের বিপক্ষে। সেল্তা ভিগো, ভিয়ারিয়াল ও অ্যাথলেতিক বিলবাও-ও ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু এর আগে বড় দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সেলোনাকে। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত বার্সেলোনা শিবির।
আন্তর্জাতিক বিরতিতে চোটের তালিকায় সবশেষ সংযোজন জুলস কুন্দে ও রোনালদ আরাহো। দেশের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এ দুই ডিফেন্ডার। শনিবার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ক্লাবে ফিরে আসেন তারা। কুন্দের বাম ঊরুতে এবং আরাহোর চোট ডান ঊরুতে চোট ধরা পড়েছে।
তবে তাদের সেরে উঠতে ঠিক কতদিন লাগতে পারে তা জানায়নি ক্লাবটি। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সংবাদ অনুযায়ী, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাদের। আর এমনটা হলে এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ ম্যাচে এ দুই তারকাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এ দুই ডিফেন্ডার ছাড়ার চোটের তালিকায় আছেন দুই ডাচ ফুটবলার মেমফিস ডিপাই ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তারা। চোট কতটা গুরুতর তা জানায়নি ক্লাবটি। তবে কোচ জাভির প্রথম পছন্দের তালিকায় নেই এ দুই ফুটবলার। বিকল্প হিসেবেই বেশিরভাগ সময় মাঠে নামছেন তারা।
মরার পর খাঁড়ার ঘা হতে পারে উসমান দেম্বেলের ইনজুরি। মার্কার আরও একটি সংবাদ অনুযায়ী, শনিবার অনুশীলনে পুরো সময় মাঠে ছিলেন না এ ফরাসি তারকা। অস্বস্তি নিয়ে আগেই মাঠ ছাড়েন তিনি। জানা গেছে ডেনমার্কের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হবে। এর আগের দিন অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেসন্স লিগের ম্যাচে খেলেছেন মাত্র ১০ মিনিট।
Comments