নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করেছে তিউনিসিয়া!
দুই দলের মধ্যে কোনো বিশেষ কোনো দ্বৈরথ নেই। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচও নয়। নেহায়েত একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তিউনিসিয়া ও ব্রাজিল। কিন্তু তারপরও ম্যাচে বেশ আগ্রাসী মনোভাব নিয়ে খেলেছে আফ্রিকান দলটি। বিশেষকরে নেইমারকে বেশ কয়েকবার কড়া ফাউল করেছে তারা। বিষয়টি উদ্দেশ্যমূলকভাবে করেছে বলেই অভিযোগ করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।
ম্যাচের ৪২তম তো নেইমারকে মারাত্মক এক ফাউল করেন ডিলান ব্রোন। যে কারণে সরাসরি লাল কার্ড দেখেন এ ডিফেন্ডার। তবে সে ফাউলের কারণে বড় ধরণের ইনজুরিতে পড়তেই পারতেন নেইমার। অথচ বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। এ সময়ে বড় কোনো ইনজুরি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে যে কাউকে। তিতের অভিযোগ, বিশ্বকাপ থেকে নেইমারকে ছিটকে দিতেই এমন ফাউল করেছেন ডিলান।
অবশ্য ম্যাচ শুরুর আগেই তিতে টের পেয়েছিলেন প্রতিপক্ষ ম্যাচটি নিয়ে বেশ সিরিয়াস। মাঠের পরিবেশও ছিল তাদের বিপক্ষে। তিতের ভাষায়, 'আমরা এমন একটি পরিবেশে ছিলাম যেখানে বেশিরভাগ ভক্তই ছিল তিউনিসিয়ার। কিছু জায়গায়, আমি আমাদের ভক্তদের শনাক্ত করার চেষ্টা করেছি, তারা মিশে গিয়েছিল। এতে প্রতিযোগিতামূলক ম্যাচের পরিবেশ তৈরি হয়েছে। তিউনিসিয়া শেষ সাতটি ম্যাচে অপরাজিত ছিল। কিন্তু প্রতিযোগীতামূলক মনোভাব আপনাকে এমন প্রীতি ম্যাচের অনুমতি দেয় না।'
তারপরও নেইমারকে যে এমন ফাউল করা হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। প্রতিপক্ষের এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন ব্রাজিলিয়ান কোচ, 'আমরা জানতাম এটা প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে। সত্যি বলতে কি নেইমারের সঙ্গে যে পদক্ষেপটি নেওয়া হয়েছে সেটা আমি কল্পনাও করিনি। একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে তারা।'
এতো ফাউল করা হলেও নেইমারকে পুরো ম্যাচ খেলিয়েছেন তিতে। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে তাকে খেলানোর কারণও জানান এ কোচ, 'বিশ্বকাপের আগে আমাদের এই দুটি প্রীতি ম্যাচ ছিল, শারীরিক, প্রযুক্তিগত এবং মানসিকভাবে এর চাহিদা অনেক ছিল। এখানে কোনো মানসিক সংঘর্ষ ছিল না, তাই আমরা প্রস্তুতি নিতে চেয়েছিলাম এবং আমরা তাই সেই ঝুঁকি নিতে নিয়েছি, হ্যাঁ। কিন্তু আমরা (নেইমারকে খেলানোর) সিদ্ধান্ত নিয়েছি।'
Comments