ইনিয়েস্তার চোখে নেইমার একটি মেশিন

সময়টা এখন নেইমারের। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন এ ব্রাজিলিয়ান। জাতীয় দল কি ক্লাব ফুটবল সব জায়গাতেই দুর্দান্ত। মাঠে নামলেই গোল-অ্যাসিস্ট পাচ্ছেন নিয়মিত। এমন দারুণ ছন্দে থাকা নেইমারকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসালেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ইনিয়েস্তা।

২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন নেইমার। এ সময়ে ইনিয়েস্তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জয়ের নায়ক এ ব্রাজিলিয়ান। বর্তমানে জাপানের ভিসাল কোবেতে খেলছেন ইনিয়েস্তা। নেইমার আছেন পিএসজিতে। তবে সাবেক সতীর্থের খবর নিয়মিতই রাখেন ইনিয়েস্তা।

নেইমার মাঠে যেন মেশিনের মতো খেলেন বলে জানালেন এ স্প্যানিশ তারকা, 'আমার কাছে, ও আমার দেখা সেরা খেলোয়াড়দের একজন এবং যার সঙ্গে আমি খেলেছি। ও যেভাবে ফুটবল খেলে, ড্রিবলিং করে এবং যেভাবে পাস দেয় যেন একটি মেশিন।'

'আমার বিশ্বাস, যখন আমরা ফুটবল নিয়ে কথা বলি, আমরা দর্শকদের কথা বলি, তা উপভোগ করি যা খেলোয়াড়রা যা উপস্থাপন করে। এবং আমি মনে করি যে নেইকে (নেইমার) খেলতে দেখা যেন এর সমার্থক শব্দ,' যোগ করেন ইনিয়েস্তা।

আর কিছুদিন পরই কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। নেইমারের কারণেই ব্রাজিলকে অন্যতম ফেভারিট মানছেন ইনিয়েস্তা, 'আমি মনে করি এমন কেউ নেই যে ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের সম্ভাব্য প্রার্থী হিসেবে রাখবে না। আমার বিশ্বাস তাদের খুব শক্তিশালী একটি দল রয়েছে এবং আমি নিশ্চিত ব্রাজিল শিরোপার জন্য লড়বে।'

পিএসজিতে ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাতেই তার অবদান ১৯ গোলে। জাতীয় দলে দুর্দান্ত এ তারকা। ঘানার বিপক্ষে করেছেন দুটি অ্যাসিস্ট, আর তিউনিশিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে পেয়েছেন একটি গোল। 

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago