মেসি ফের বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে: গালতিয়ে

সংবাদ সম্মেলনে মেসির ফের ফুটবল দুনিয়ার চূড়ায় ওঠার আশাবাদ জানান পিএসজি কোচ।
ছবি: এএফপি

নিসের বিপক্ষে চোখ ধাঁধানো ফ্রি-কিকে গোল করা লিওনেল মেসির বন্দনায় মেতেছেন ক্রিস্তফ গালতিয়ে। পিএসজি কোচের মতে, আর্জেন্টাইন মহাতারকা ফের বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবেন।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গত বছর যোগ দেন মেসি। কিন্তু ফরাসি ক্লাবটিতে প্রথম মৌসুমে গোলমুখে ভুগতে হয় তাকে। লিগ ওয়ানে ২৬ ম্যাচে মাত্র ৬ গোল করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে তার নামের পাশে ছিল ১১ গোল। এমন পারফরম্যান্সের কারণে তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মেসি। গত অগাস্টে ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ের জন্য ৩০ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়, সেখানে ছিল না তার নাম। ২০০৫ সালের পর প্রথমবারের মতো দেখা মেলে এমন চিত্রের। অথচ রেকর্ড সাতবার বর্ষসেরা ফুটবলারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার তিনিই জিতেছেন।

চলমান ২০২২-২৩ মৌসুমে অবশ্য চেনা রূপে আবির্ভূত হয়েছেন মেসি। লিগে ৯ ম্যাচেই পেয়েছেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭ গোল করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের ৮ গোলে রেখেছেন অবদান।

শনিবার রাতে লিগের ম্যাচে নিসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারায় পিএসজি। ২৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে মেসির বাঁ পায়ের শট জড়ায় জালে। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিপক্ষ গোলরক্ষক ক্যাসপার স্মেইকেলের। ওই গোলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থকদের প্রশংসায় ভাসছেন মেসি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির ফের ফুটবল দুনিয়ার চূড়ায় ওঠার আশাবাদ জানান গালতিয়ে, 'সে ফের বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবে কিনা? আমি হ্যাঁ বলব। কারণ, সে অবিশ্বাস্য শারীরিক গড়নে রয়েছে এবং সে ভালোভাবে তৈরি।'

'সে এমন একজন খেলোয়াড় যার সব সময় একটা মৌসুমে প্রচুর গোল করার অভ্যাস ছিল। এই মৌসুমে সে গোল করার রুচি ফিরে পাচ্ছে এবং আমাদের জন্য পার্থক্য গড়ে দিচ্ছে।'

মেসিকে শিষ্য হিসেবে পেয়ে আনন্দে যেন আত্মহারা পিএসজি কোচ, 'প্রতি সকালে তাকে অনুশীলনে দেখতে পেয়ে আমার এক অবিশ্বাস্য আনন্দ হয়। সে ভালো খেলছে এবং প্রতিদিন যখন সে অনুশীলন করে, তখন সে খুশি থাকে।'

আনন্দ নিয়ে খেললে মেসির পক্ষে পারফর্ম করা সহজ হয় বলে মনে করেন গালতিয়ে, 'সতীর্থদের সঙ্গে তার এমন একটি সম্পর্ক রয়েছে যা তাকে খুশি করে। যখন সে খুশি থাকে, সে পারফর্ম করে। যখন সে পারফর্ম করে, তখন সে তার ক্যারিয়ার জুড়ে দেখানো মানদণ্ডে পৌঁছাতে পারে।'

দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির গোল শোধ করে দেন নিসের গাইতান লাবোর্দ। এরপর বদলি নামা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে শেষদিকে গড়ে দেন ব্যবধান। তার লক্ষ্যভেদে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপাধারীরা ফিরেছে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে।

Comments

The Daily Star  | English

Hats off to grassroots women torchbearers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

7h ago