'রোনালদোকে অসম্মান করছে ম্যানচেস্টার ইউনাইটেড'
'ক্রিস্তিয়ানোকে নামাইনি তার এবং তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে,' ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদোকে না নামানোর ব্যাখ্যায় এমনটাই বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। অথচ ঠিক তার উল্টোটাই বলছেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। রোনালদোকে অসম্মান করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
রোববার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৬-৩ গোলের ব্যবধানে হেরেছে ইউনাইটেড। সিটির হয়ে আর্লিং হালান্ড ও ফিল ফোডেন দুই জনই করেন হ্যাটট্রিক। ইউনাইটেডের হয়ে বদলি নেমে জোড়া গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। অপর গোলটি করেন আন্তনি।
এদিন ম্যাচের প্রথমার্ধেই হার দেখে ফেলে ইউনাইটেড। এ অর্ধে হজম করে চারটি গোল। শেষ দিকে ব্যবধান কমাতে পারলেও তা এক অর্থে হয়েছে প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলার কারণে। দারুণ খেলতে থাকা মাঝমাঠের সব খেলোয়াড়কেই তুলে নেন তিনি। তাতে সিটি শিবিরে কিছু আক্রমণ করতে পারে ইউনাইটেড।
তবে এতো কিছুর পরও মাঠে নামাননি দলের অন্যতম সেরা তারকা রোনালদোকে। গত মৌসুমেও যিনি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে এ মৌসুমে অবশ্য ছন্দে নেই পর্তুগিজ তারকা। গতকালের ম্যাচ ছাড়া কম বেশি সব ম্যাচেই মাঠে নেমে এখন পর্যন্ত ইংলিশ লিগে গোলের দেখা পাননি। এরমধ্যে দুটি ম্যাচ খেলেছেন শুরু থেকে।
তবে বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য হলেও রোনালদোকে বেঞ্চে বসিয়া রাখা পছন্দ নয় কিনের। না খেলাতে চাইলে তাকে ট্রান্সফার উইন্ডোতে বেচে দেওয়া উচিৎ ছিল মনে করেন এ কিংবদন্তি, 'আমার মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে শুধু অসম্মান করছে। আমি মনে করি ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল।'
শুধু মাত্র বেঞ্চের শক্তি বাড়ানোর জন্য রোনালদো মতো খেলোয়াড়কে বসিয়া রাখা ঠিক নয় বলেও মনে করেন কিন, 'আমার মনে হয় ম্যানেজার তাকে ধরে রেখেছে। ঠিক আছে, আপনি বলছেন আপনার বিকল্প দরকার, কিন্তু আপনি বেঞ্চে বসিয়ে রাখতে রোনালদোকে ধরে রাখতে পারেন না। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন।'
চাইলে রোনালদোকে বিক্রি করে টেন হাগ প্রয়োজনীয় বিকল্প খেলোয়াড় কিনতে পারতেন বলেও মনে করেন কিন, 'তার কাছে বিকল্প ছিল। ব্যাপারটা এমন নয় যে তার কোনো বিকল্প ছিল না, এমন ধারণা আবর্জনা। তার কাছে বিকল্প ছিল, চার বা পাঁচ জন খুব ভালো বিকল্প ছিল। মৌসুম চলতে চলতে এটা আরও বাজে হতে চলেছে।'
Comments