মেসির সঙ্গে হালান্ডের পার্থক্য জানালেন গার্দিওলা

আট ম্যাচে ১৪ গোল! তাও ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ইংলিশ প্রিমিয়ার লিগে। রীতিমতো অবিশ্বাস্য এক পরিসংখ্যান। সব মিলিয়ে ১১ ম্যাচে করেছেন ১৭টি গোল। যা করতে পারেননি আর কোনো ফুটবল তারকা, তাই করে দেখিয়েছেন আর্লিং হালান্ড। পুরো বিশ্ব মেতেছে এ তরুণের বন্দনায়।

আট ম্যাচে ১৪ গোল! তাও ফুটবল বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ইংলিশ প্রিমিয়ার লিগে। রীতিমতো অবিশ্বাস্য এক পরিসংখ্যান। সব মিলিয়ে ১১ ম্যাচে করেছেন ১৭টি গোল। যা করতে পারেননি আর কোনো ফুটবল তারকা, তাই করে দেখিয়েছেন আর্লিং হালান্ড। পুরো বিশ্ব মেতেছে এ তরুণের বন্দনায়।

আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অসাধারণ একটি হ্যাটট্রিক করেছেন হালান্ড। এ নিয়ে টানা তিনটি হোম ম্যাচে হ্যাটট্রিক। ইংলিশ লিগে এমন ইতিহাস নেই আর কেউরই। এমন জাদুকরী পারফরম্যান্সে তাই তার সঙ্গে অনেকে তুলনা চলছে লিওনেল মেসির। তবে মেসির স্তরে হালান্ড এখনও পৌঁছাতে পারেননি বলে মনে করেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

মেসির ক্যারিয়ারের উত্থানটাও হয়েছে গার্দিওলার হাত ধরে। আর্জেন্টাইন তারকা সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি। তবে গার্দিওলার অধীনে আসার আগে থেকেই বিশ্ব ফুটবলে নিজের জাত চিনিয়েছেন হালান্ড। তবে এমন খুনে ফর্মে ছিলেন না কখনোই। গার্দিওলাই তার সেরাটা বের করে এনেছেন। তাই দুই তারকার পার্থক্যটাও ভালো করেই বুঝেছেন এ স্প্যানিশ কোচ।

মেসি ও হালান্ড সম্পর্কে তাই জানতে চাওয়া হয় গার্দিওলার কাছে। বিইন স্পোর্টসকে দেওয়া সে সাক্ষাৎকারে এ কোচ বলেছেন, 'দুইজনের মধ্যে পার্থক্য হচ্ছে, হয়তো এসব কিছু করার জন্য হালান্ডের তার সতীর্থদের প্রয়োজন হয়। যদিও এটা অবিশ্বাস্য। তবে মেসির নিজের একারই এ সব কিছু করার সামর্থ্য রয়েছে।'

হালান্ডের নৈপুণ্যে আগের দিন ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৬-৩ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটি। হালান্ড ছাড়াও ম্যাচে হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন। তার হ্যাটট্রিকেও দারুণ অবদান রয়েছে হালান্ডের। দুটি গোলের যোগানদাতা নরওয়ের এ তরুণ। সবমিলিয়ে হালান্ডময় একটি ম্যাচ দেখেছে ভক্তরা।

Comments

The Daily Star  | English

Freedom declines, prosperity rises in Bangladesh

Bangladesh’s ranking of 141 out of 164 on the Freedom Index places it within the "mostly unfree" category

1h ago