মেসি-রোনালদোরাও সংগ্রাম করে: ক্লপ

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের। মাঠে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না তার দল। ইংলিশ লিগে এরমধ্যেই শীর্ষে থাকা দলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও প্রায় একই অবস্থা। তবে খুব শীগগিরই তার দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন এ জার্মান কোচ।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের। মাঠে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না তার দল। ইংলিশ লিগে এরমধ্যেই শীর্ষে থাকা দলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে পড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগেও প্রায় একই অবস্থা। তবে খুব শীগগিরই তার দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন এ জার্মান কোচ।

প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের সেরা দশেও নেই লিভারপুল। সাত ম্যাচে মাত্র দুটি জয়ে ১০ পয়েন্ট তাদের। ৪টি ম্যাচ হারতে হারতে ড্র করেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তো নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়। এরপর আয়াক্সের সঙ্গে কোনো মতে ২-১ গোলে জিতলেও চেনা ছন্দে ছিল না লিভারপুল।

অথচ গত মৌসুমে কী দারুণ ছন্দেই না ছিল রেডরা। ঘরোয়া দুটি শিরোপা জিতে নেয় তারা। তবে চারটি শিরোপা জয়ের রেকর্ডের সামনে ছিল দলটি। ভাগ্য সঙ্গ দিলে হতেও পারতো। সেই অবস্থা থেকে যেন হুট করেই খাঁদের কিনারা চলে আসে তারা।

তবে ফুটবলে এমনটা মাঝেমধ্যে হতে পারে বলে মনে করেন ক্লপ। মেসি ও রোনালদোর উদাহরণও টেনে আনেন। কারণ সম্প্রতি খুব বাজে পরিস্থিতিতে রয়েছেন রোনালদো। মৌসুমে মাত্র একটি গোল, তাও আবার পেনাল্টি থেকে। এমনকি হারিয়ে ফেলেছেন প্রথম একাদশের জায়গাও। আর গত মৌসুমে মেসিও সেরা ছন্দে ছিলেন না। নতুন ক্লাবে মানিয়ে নিতে না পারায় ঠিক মেসিসুলভ খেলা দেখতে পায়নি ভক্তরা।

সেই উদাহরণ টেনে ক্লপ বলেন, 'আপনি কি মনে করেন এই মুহূর্তে ক্রিস্তিয়ানো রোনালদো তার আত্মবিশ্বাসের শীর্ষে আছেন? এটা আমাদের সবার ক্ষেত্রেই ঘটে। লিওনেল মেসি গত মৌসুমে (পিএসজিতে) প্রায় একই রকম ছিল।'

লিভারপুলও আবার আগের মতো ফিরে আসবে বলে আশা করছেন এ কোচ, 'সঠিক পথে আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে এবং আপনি যখন প্রস্তুত হবেন, এটা ফিরে আসবে... সঠিক জিনিসটি করার জন্য আমাদের আবার ধৈর্য ধরতে হবে এবং তারপরে আমরা আবার ঠিক হয়ে যাবে।'

তবে এরজন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ক্লপ। কারণ ফুটবলে রাতারাতি কিছু হয় না বলে জানান তিনি, 'যখন আপনি কোনো সমস্যা খুঁজে পান এবং মনে করেন আপনার কাছে সমাধান আছে, তখন আপনি আশা করেন যে সমাধানটি তাৎক্ষণিক হয়ে যাবে। তবে ফুটবলে এমনটা হয় না।'

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

7h ago