ইন্টারের কাছে হেরে গেল বার্সেলোনা

ছবি: টুইটার

স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা পারল না ধারা বজায় রাখতে। বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণভাগে রবার্ত লেভানদোভস্কি, রাফিনহা, উসমান দেম্বেলেরা থাকলেন একেবারে ধারহীন। পাল্টা-আক্রমণ নির্ভর কৌশল বেছে নিয়ে তাদেরকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেল ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে স্প্যানিশ পরাশক্তি বার্সা। ঘরের মাঠ সান সিরোতে ইন্টারের পক্ষে একমাত্র গোলটি করেন হাকান চালহানোগলু।

ইতালিয়ান সিরি আর পয়েন্ট তালিকায় নয় নম্বরে থেকে ধুঁকছে ইন্টার। কিন্তু তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠল না বার্সেলোনা। ফলে এই গ্রুপ থেকে প্রতিযোগিতার নকআউট পর্বে ওঠার সমীকরণ হয়ে পড়ল আকর্ষণীয়।

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ইন্টার। ৩ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বার্সা। সবার নিচে থাকা ভিক্টোরিয়া প্লাজেনের নামের পাশে কোনো পয়েন্ট নেই।

ম্যাচের ৭২ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে জাভি হার্নান্দেজের শিষ্যরা। গোলমুখে তারা অবশ্য নিতে পারে মাত্র সাতটি শট। যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি। অন্যদিকে, স্বাগতিকরা গোলমুখে নেওয়া পাঁচটি শটের মধ্যে দুটি রাখে লক্ষ্যে।

সপ্তম মিনিটেই সফরকারীদের রক্ষণে ভীতি ছড়ায় সিমোন ইনজাগির শিষ্যরা। তুরস্কের ফরোয়ার্ড চালহানোগলুর ৩০ গজ দূর থেকে নেওয়া শট কোনোক্রমে রক্ষা করেন বার্সার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

এরপর খেলার লাগাম ধরে নেয় কাতালানরা। কিন্তু সুযোগ তৈরিতে বেগ পেতে হয় তাদের। বরং ইন্টার ২৮তম মিনিটে বল জালে পাঠায়। তবে হোয়াকিন কোরেয়া অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি। এই হতাশা সামলে প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় তারা। দূরপাল্লার পোস্ট ঘেঁষা শটে লক্ষ্যভেদ করেন চালহানোগলু।

দ্বিতীয়ার্ধে গোল শোধের সম্ভাবনা বার্সেলোনা তৈরি করে ম্যাচের ৬১তম মিনিটে। দেম্বেলের শট ইন্টারের গোলরক্ষক আন্দ্রে ওনানার গ্লাভস ছুঁয়ে বাধা পায় পোস্টে। পাঁচ মিনিট পর পেদ্রি জাল কাঁপালেও গোলটি বাতিল হয় ভিএআরের সাহায্যে। আক্রমণে ওঠার সময় আনসু ফাতির হাতে বল লাগায় বাজে হ্যান্ডবলের বাঁশি।

ম্যাচের শেষদিকে আক্রমণের ধার বাড়ায় বার্সা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া হয়নি তাদের। যোগ করা সময়ের শুরুতে তারা পেনাল্টির আবেদন করলে ভিএআরের সাহায্য নিয়েও তাতে সাড়া দেননি রেফারি। কিছুক্ষণের ব্যবধানে লেভানদোভস্কির প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago