ক্লান্তির কারণে মেসিকে উঠিয়ে নেন পিএসজি কোচ

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন লিওনেল মেসি। দলের একমাত্র গোলদাতাও তিনি। তার উপর জয়ের খোঁজে তখন দলটি মরিয়া হয়ে উঠেছিল। তারপরও মেসিকে উঠিয়ে নেওয়ায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছিল ফুটবল মহলে। ইনজুরি শঙ্কা নিয়েও আলোচনা। তবে ইনজুরি নয়, ক্লান্তির কারণে তাকে উঠিয়ে নেওয়ার নিজেই বলেছেন মেসি। ম্যাচ শেষে এমনটাই জানালেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন লিওনেল মেসি। দলের একমাত্র গোলদাতাও তিনি। তার উপর জয়ের খোঁজে তখন দলটি মরিয়া হয়ে উঠেছিল। তারপরও মেসিকে উঠিয়ে নেওয়ায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছিল ফুটবল মহলে। ইনজুরি শঙ্কা নিয়েও আলোচনা। তবে ইনজুরি নয়, ক্লান্তির কারণে তাকে উঠিয়ে নেওয়ার নিজেই বলেছেন মেসি। ম্যাচ শেষে এমনটাই জানালেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

বেনফিকার মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচের ২২তম মিনিটে পিএসজির হয়ে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। তবে প্রথমার্ধের শেষ দিকে সতীর্থ দানিলো পেরেইরার আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেনফিকা। এরপর আর গোল না হলে ড্রই হয় ম্যাচের পরিণতি।

তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু সাঁড়াশী আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু জালের দেখা মিলেনি। এরমধ্যেই ৮১তম মিনিটে এ আর্জেন্টাইন তারকাকে তুলে নেন গালতিয়ের। দারুণ খেলতে থাকা মেসিকে তুলে নেওয়া নানা রকম প্রশ্ন ওঠে। এমনকি ডাগআউটে যাওয়ার সময় মেসির সঙ্গে ছিলেন একজন চিকিৎসকও।

তবে সব গুঞ্জন উড়িয়ে ম্যাচ শেষে আরএমসি স্পোর্তকে পিএসজি কোচ বলেন, 'সে (মেসি) ইশারা দিচ্ছিল যে বদলি একজনকে চায়। একটি স্প্রিন্ট টানার পর সে ক্লান্তি অনুভব করে। সে উঠে যেতে চেয়েছে কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং ম্যাচের ওই মুহূর্তে তরতাজা কোনো একজনের মাঠে থাকা বেশি জরুরি মনে করেছে।'

বেনফিকায় পয়েন্ট খোয়ানোর পর ভিএআরের সমালোচনা করেছেন পিএসজি কোচ। ৪৫তম মিনিটে মার্কো ভেরাত্তিকে ট্যাকল হলুদ কার্ড দেখেন বেনফিকার এনজো ফার্নান্দেজ। সেখানে ফার্নান্দেজকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি।

'ভিএআরের কথা বলতে গেলে, আমার মনে হয় রেফারিকে এটা খুব বেশি সহায়তা করতে পারেনি। প্রথমার্ধে মার্কো ভেরাত্তির পা ভেঙে যেতে পারত। রেফারিকে মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়, তার পক্ষে সবকিছু বিবেচনা করা কঠিন। সে ভুল করতেই পারে। কিন্তু আজকে ভেরাত্তির টিবিয়ায় প্রতিপক্ষের জোড়া পায়ের ট্যাকল নিয়ে ভিডিও অ্যাসিন্ট্যান্টের উচিত ছিল রেফারিকে বলা,' বলেন গালতিয়ের।

Comments

The Daily Star  | English

Bangabandhu-1 satellite: Another white elephant

The Bangabandhu-1 satellite, one of the marquee projects of the Awami League government, has turned into a financial black hole, costing the state coffer upwards of Tk 1,500 crore.

4h ago