আর্জেন্টিনার পর ব্রাজিলেও চোটের হানা, বিশ্বকাপ শেষ আর্থারের

কাতার বিশ্বকাপের আগে ইনজুরি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে শিরোপা প্রত্যাশী দলগুলোর জন্য। আর্জেন্টিনার পর চোটের কালো মেঘ ভর করেছে ব্রাজিল শিবিরেও, বিশ্বকাপ শেষ হয়ে গেছে তারকা মিডফিল্ডার আর্থার মেলোর।
উরুর ইনজুরি বিশ্বকাপে দর্শক বানিয়ে দিয়েছে সাবেক বার্সেলোনা ও জুভেন্তাস মিডফিল্ডারকে, যিনি বর্তমানে ধারে লিভারপুলের হয়ে খেলছিলেন। লিভারপুলের অনুশীলনেই পেয়েছেন চোট।
গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে নিজেই ভক্তদের এই দুঃসংবাদ দিয়েছেন আর্থার, 'দুঃখজনকভাবে আমার বাম উরুর ইনজুরি আমাকে কিছুদিন মাঠের বাইরে রাখবে। এটা এমন একটা সময়ে এলো যখন প্রচুর চেষ্টা ও কঠোর পরিশ্রমের পর আমার নতুন দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমি প্রস্তুত ছিলাম। আমার স্বপ্ন ছিল বিশ্বকাপে খেলা। তার জন্য লড়তেও প্রস্তুত ছিলাম আমি।'
গত সোমবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন আর্থার। এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে ২২ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। কিছুদিন আগেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস থেকে ধারে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। এবার ইনজুরিতে পড়ে নতুন ক্লাবের হয়ে মাঠ মাতানোর পাশাপাশি বিশ্বকাপে খেলার স্বপ্নটাও আপাতত থমকে গেল আর্থারের।
বিশ্বকাপে ব্রাজিল খেলবে জি গ্রুপে। সেখানে প্রতিপক্ষ হিসেবে নেইমাররা পাবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনকে।
Comments