হালান্ডকে আটকানোর পথ খুঁজছেন ক্লপ

১৩ ম্যাচে ২০ গোল। এই অবিশ্বাস্য পরিসংখ্যানই বলে দেয় কতোটা ভয়ঙ্কর আর্লিং হালান্ড। স্বাভাবিকভাবেই তাকে আটকে রাখা এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ যে কোনো দলের জন্য। আর সে কাজটা করার জন্য মরিয়া হয়ে উপায় খুঁজে বেড়াচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
আগামীকাল রোববার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটি বেশ কঠিনই হতে যাচ্ছে রেডদের জন্য। কারণ সাম্প্রতিক সময়ে লিগে বেশ সংগ্রাম করছে দলটি। ৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকায় অবস্থান করছে সেরা দশের বাইরে। সিটির মতো উড়ন্ত ছন্দে থাকা দলের বিপক্ষে লড়াই করা বেশ কঠিনই।
তার উপর হালান্ড রয়েছেন দারুণ ছন্দে। ম্যাচে নামলেই নিয়মিত গোল পাচ্ছেন তিনি। অথচ চলতি মৌসুমেই কি-না সিটিতে যোগ দিয়েছেন তিনি। মানিয়ে নিতে সময় লাগেনি। তাকে থামানোর উপরই নির্ভর করছে ম্যাচে ভাগ্য। তাই হাই-ভোল্টেজ এ ম্যাচের আগে হালান্ডকে আটকানোর পথ খুঁজছেন লিভারপুল কোচ, 'যখন আপনি বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার তার বিপক্ষে খেলতে নামবেন নিশ্চিত করতে হবে সে যেন খুব বেশি বল না পায়। আমরা অবশ্যই সেই চেষ্টা করব।'
শুধু হালান্ডকে আটকাতে বেশি খেলোয়াড় রাখলে কাজটা আরও কঠিন হয়ে যাবে বলে মনে করেন ক্লপ। কারণ সিটির বাকি খেলোয়াড়রাও বিশ্ব মানের। লিভারপুল কোচের ভাষায়, 'সিটির বিপক্ষে সমস্যা হচ্ছে, যদি হলান্ডকে আটকাতে খুব বেশি খেলোয়াড় ব্যবহার করি তাহলে অন্য বিশ্ব মানের খেলোয়াড়দের জন্য ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। তাই এই পথটা আমাদের জন্য সহজ হবে না। এটা একটা চ্যালেঞ্জ হবে। এটা ফুটবলীয় একটা সমস্যা। আমরা এর একটি সমাধান বের করার চেষ্টা করব।'
আর হালান্ড কেন এতো ভয়ঙ্কর তার কিছুটা ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ, 'তার ফিনিশিংয়ের দক্ষতা অসাধারণ। আর তার মুভ সত্যিই স্মার্ট। শুধু গতির ব্যবহার তখনই করা যায়, যখন সেটা স্মার্টভাবে ব্যবহার করা হয়। তার গোটা প্যাকেজই তাকে বিশেষ বানিয়েছে। অনেক কিছু মিলে একজন স্ট্রাইকার হয়। আর সিটিতে গোল বানিয়ে দেওয়ার জন্য তার আশেপাশে সেরাদের অনেকেই আছে। এটা দারুণ মানানসই।'
তবে কাজটা কঠিন হলেও উপভোগ করছেন এ জার্মান কোচ, 'আমি ম্যাচের প্রস্তুতি উপভোগ করছি, এটা ফুটবলে মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। ম্যান সিটি, তারা এই মুহূর্তে বিশ্বের সেরা দল, কিন্তু আমরা চেষ্টা করব। আমরা সম্পূর্ণ (দর্শকপূর্ণ) অ্যানফিল্ড থেকে সাহায্য পেতে পারি এবং আমরা এর ব্যবহার করার চেষ্টা করব।'
Comments