বার্সেলোনার বিপক্ষে 'নতুন কিছু' করবে না রিয়াল

ছবি: টুইটার

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই এল ক্লাসিকো উপভোগ করার সুযোগ ফের চলে এলো ফুটবলপ্রেমীরদের। রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জাভির বার্সেলোনার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে অনেকটাই ব্যাকফুটে কাতালানরা। ঘরের মাঠে ইন্টার মিলানের সঙ্গে ড্র করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাবার শঙ্কায় তারা। অন্যদিকে, আসরের শেষ ষোলো নিশ্চিত করে ফুরফুরে মেজাজে লস ব্লাঙ্কোরা।

স্প্যানিশ লা লিগার চলমান মৌসুমে সমানতালে দাপট দেখিয়ে চলেছে শীর্ষ দুই ক্লাব। সমান আটটি করে ম্যাচ খেলে দুদলের পয়েন্টই ২২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। এল ক্লাসিকোতে জয় পেলে তাদের কাছ থেকে এই অবস্থান কেড়ে নিতে পারবে রিয়াল।

গত মার্চে মাঠে গড়ানো সবশেষ এল ক্লাসিকোতে বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আনচেলত্তির শিষ্যরা। তাই আরেকটি মহারণের প্রাক্কালে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে সমীহ ঝরল রিয়াল বসের কণ্ঠে, 'বার্সেলোনা লা লিগায় তাদের প্রথম ম্যাচ ছাড়া সব ম্যাচই জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগে তারা কিছুটা সংগ্রাম করছে, তবে এটা সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিযোগিতা। লা লিগায় তারা দুর্দান্ত।'

ম্যাচের পরিকল্পনা নিয়ে বেশ নির্ভারই আছেন আনচেলত্তি। একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দিলেন তিনি, 'আমরা উপভোগ করব। আমি নতুন কিছু করব না, আপনারা এটার ওপর বাজি ধরতে পারেন। শেষবার আমি যখন (নতুন কৌশলের) আবিষ্কারক হতে চেয়েছিলাম, তারা আমাকে হারিয়ে দিয়েছিল। তাই আমি মনে করি না আমরা ভিন্নধারার কিছু করব রোববারে।'

এই ম্যাচেও নিজেদের সেরা গোলরক্ষক থিবো কর্তোয়াকে পাবে না রিয়াল। চোট কাটিয়ে উঠলেও পর্যাপ্ত অনুশীলন না করতে পারায় এই বেলজিয়ানকে ছাড়াই একাদশ সাজাবেন আনচেলত্তি, 'সে এখন সুস্থ। এটা আমাদের জন্য দারুণ খবর। কিন্তু ফর্মের চূড়ায় পৌঁছাতে তার আরও অনুশীলন দরকার।'

রিয়াল ভক্তদের জন্য আশার খবর, অ্যান্টোনিও রুডিগার খেলার জন্য ফিট আছেন। এই জার্মান ডিফেন্ডারকে নিয়ে আনচেলত্তি বলেন, 'খেলার জন্য তার ফেস মাস্কের প্রয়োজন পড়বে। রুডিগার একজন যোদ্ধা। সে খুবই রোমাঞ্চিত ও মুখিয়ে আছে রোববারের ম্যাচে খেলার জন্য।'

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago